প্রকাশ: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ১১:৪৪ এএম | অনলাইন সংস্করণ
রাজধানীর গেন্ডারিয়ায় একটি বাড়িতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অবস্থান করছেন- এমন সন্দেহে সেখানে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। কিন্তু সেখানে তাকে পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৩ আগস্ট) দিনগত রাত ১২টার পর খবর পেয়ে গেন্ডারিয়া ডিআইটি প্লট সতীশ সরকার রোডের ৩১ নম্বর বাড়িটি ঘিরে রাখা হয়। এরপর সেনাবাহিনীর টহল টিম ঘটনাস্থলে যায়।
সেখানে জড়ো হওয়া শিক্ষার্থীদের দাবি, ওই বাড়ির একজনের কাছ থেকে আসাদুজ্জামান খান কামালের থাকার তথ্য পান তারা। তবে সেনাবাহিনী ও শিক্ষার্থীরা ভেতরে তল্লাশি চালিয়ে তাকে পাননি। পরে ভোর ৪টার দিকে সেনা সদস্যরা সেখান থেকে চলে যান।
স্থানীয়রা জানান, বাড়িটিতে আসাদুজ্জামান খানের দূরসম্পর্কের আত্মীয় বসবাস করেন। মন্ত্রী থাকার সময় সেখানে যাতায়াত করতেন তিনি।
এদিকে কোটা সংস্কার আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে মুদি দোকানি আবু সায়েদ নিহতের ঘটনায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
ছাত্র-জনতার আন্দোলন আগস্টের শুরুতে সরকারবিরোধী আন্দোলনের রূপ পাওয়ার পর সারা দেশে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। ৫ অগাস্ট আন্দোলনকারীদের ঢাকামুখী লং মার্চের মধ্যে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
এরপর সরকারের মন্ত্রী এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের প্রায় সবাই আত্মগোপনে চলে যান। কেউ কেউ আগেই দেশে ছেড়েছেন বলেও খবর আসে।