প্রকাশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ১১:৪২ এএম | অনলাইন সংস্করণ
ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
সোমবার (১২ আগস্ট) সকাল ৭টা ১০ মিনিটে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এর আগে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সকাল সাতটার দিকে সড়কপথে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান। প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারক, সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ, সহকারী কমিশনার (ভূমি) এস এম রাসেল ইসলাম ও আশুলিয়া থানা-পুলিশের কর্মকর্তারা।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের চাপের মুখে গত শনিবার দেশের ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আপিল বিভাগের পাঁচ বিচারপতি পদত্যাগ করেন। শনিবার তাঁরা আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন। একই দিন রাতে দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদ নিয়োগ পান। গতকাল রোববার বেলা পৌনে একটার দিকে প্রধান বিচারপতি হিসেবে তিনি শপথ নেন। বঙ্গভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।