বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ৬ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: রাজধানীতে অটোরিকশা চালকদের রেল ও সড়ক অবরোধ   শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা    ধামরাইয়ে বাস-ট্রাকের সংঘর্ষে ৪ শ্রমিক নিহত, আহত ১৫    সশস্ত্র বাহিনী দিবস আজ, দিনভর যত আয়োজন   আজ গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়   তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা বাড়ছে   সাবেক এমপি শাহজাহান ওমরের বাড়িতে হামলা-ভাঙচুর   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
সহিংসতা, সন্ত্রাস ও সংঘর্ষের বিপক্ষে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে সম্প্রীতি বাংলাদেশ
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ৯:৫৪ পিএম | অনলাইন সংস্করণ

শনিবার (৩ আগস্ট) ঢাকাস্থ সিরডাপ মিলনায়তনে আয়োজিত মত বিনিময় সভায় সংগঠনের নেতৃবৃন্দ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন যে পারস্পরিক সংলাপের মধ্যেই নিহিত আছে জাতীয় সংকটের সমাধান। সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক, সমাজকর্মী এবং মুক্তিযোদ্ধার সন্তানবৃন্দ।

সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক বিশিষ্ট গনমাধ্যম ব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায় মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব প্রফেসর ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। 
দেশের বিবাদমান পরিস্থিতিতে শান্তি ও সম্প্রীতির চিরায়ত পথে বিশ^স্ত থেকে পারস্পরিক আলোচনা ও সংলাপকেই সংকট সমাধানের অন্যতম মাধ্যম হিসেবে চিহ্নিত করে নিজ নিজ ধর্মের দর্শন তুলে ধরে বক্তৃতা করেন ধর্মীয় নেতৃবৃন্দ।

আলোচনায় আরো অংশগ্রহন করেন বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার (অব.), ড. চন্দ্রনাথ পোদ্দার, জেষ্ঠ সাংবাদিক ও কবি মুস্তাফিজ শফি, মেজর আজিজুর রহমান (অব.), বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সভাপতি ও জেষ্ঠ সাংবাদিক বাসুদেব ধর, খ্রীষ্টান ধর্মীয় নেতা রেভারেন্ড মার্টিন অধিকারী, ডা. ইউসুফ রাজ, বৌদ্দ ধর্মীয় নেতা বুদ্ধানন্দ মহাথেরো, নাট্যকর্মী ও নির্মাতা সাইফ উদ্দিন আহম্মেদ।
চলমান ছাত্র আন্দোলন এবং সরকার বিরোধী সন্ত্রাসী কর্মকান্ডে নিহতদের প্রতি অনুষ্ঠানে শোক প্রকাশ করা হয়। আহতদের সুচিকিৎসা এবং নিরীহ মানুষকে গ্রেফতার করে অহেতুক হয়রানির বিরুদ্ধেও আলোচকবৃন্দ কথা বলেন। গ্রেফতারকৃতদের ব্যাপারে প্রকৃত ও যৌক্তিক তথ্য পেশ করা এবং ‘গ্রেফতার বাণিজ্য’ বন্ধের আহ্বান জানায় সম্প্রীতি বাংলাদেশ। 
জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে জনগণের স্বাভাবিক জীবন যাপন বিঘœ করার বিষয়ে ছাত্রদের সম্পৃক্ততা নেই বলে ধারনা করেন আলোচকবৃন্দ। তাছাড়া জেলখানা ভেঙ্গে জঙ্গীসহ শত শত কয়েদিদের মুক্ত করা এবং অস্ত্র লুটের সাথে ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনের কোনো সম্পৃক্ততা থাকতে পারে না বলেও আলোচকবৃন্দ মত প্রকাশ করেন। 

দেশে এবং বিদেশে গুজব প্রচারকারীদের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করা এবং সত্য তথ্য তুলে ধরে নিরপেক্ষ সাংবাদিককতা চর্চা করার ব্যাপারে মত প্রকাশ করে সম্প্রীতি বাংলাদেশ। আতœসমালোচনা ও আতœশুদ্ধির ব্যাপারে মুক্ত কন্ঠে কথা বলেন আলোচকবৃন্দ। উদ্বুত পরিস্থিতির জন্য রাজনৈতিক ক্ষেত্রের ব্যার্থতা এবং ভবিষ্যতে জনমুখী রাজনীতি চর্চার ব্যাপানেও মত প্রকাশ করেন সম্প্রীতি বাংলাদেশ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]