প্রকাশ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ২:৫৫ পিএম | অনলাইন সংস্করণ
আলোচিত পেনশন ‘প্রত্যয়’ স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের নাম প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার সংক্রান্ত সার সংক্ষেপ ইতোমধ্যেই অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানান।
এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আপত্তি সত্ত্বেও গত ১ জুলাই থেকে প্রত্যয় স্কিম চালু করে সরকার। যদিও চলতি বছরের মার্চে প্রত্যয় স্কিম চালুর ঘোষণা দেওয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এটি বাতিলের দাবি জানিয়ে আসছিলেন।
তবে আপত্তি সত্ত্বেও পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিয়োগপ্রাপ্তদের বাধ্যতামূলকভাবে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমে অন্তর্ভুক্ত করা হয়।
এর প্রতিক্রিয়ায় সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদে গত ১ জুলাই থেকে সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য সব ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।
উল্লেখ্য, দেশের সব নাগরিককে সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় আনার লক্ষ্যে গত বছরের আগস্টে বেসরকারি খাতের জন্য চারটি স্কিম চালু করে সরকার।
প্রবাসীদের জন্য প্রবাস, বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীদের জন্য প্রগতি, স্বকর্ম ও অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিতদের জন্য সুরক্ষা এবং স্বল্প আয়ের ব্যক্তিদের জন্য সমতা স্কিম চালু করা হয়।
এরপর গত ১৩ মার্চ স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা ও তাদের অধীনস্থ প্রতিষ্ঠানগুলোর জন্য প্রত্যয় স্কিম যুক্ত করে সরকার জানায়, এসব প্রতিষ্ঠানে ২০২৪ সালের ১ জুলাই থেকে যারা যোগদান করবেন, তারা সবাই বাধ্যতামূলকভাবে এই স্কিমে অন্তর্ভুক্ত হবেন। তবে ২০২৪ সালের ১ জুলাইয়ের আগে এসব প্রতিষ্ঠানে যারা যোগদান করেছেন, তারা আগের মতোই পেনশন সুবিধা পাবেন।