রোববার ২৪ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: দিল্লির বাংলাদেশ হাইকমিশনে নতুন প্রেস মিনিস্টার   নারায়ণগঞ্জে এয়ার ফ্রেশনার থেকে বিস্ফোরণে ১০ শ্রমিক দগ্ধ   পাঁচ বিসিএসে নিয়োগ হবে ১৮ হাজার ১৪৯ জন   রুমায় গহীন জঙ্গলে সেনা অভিযান, ৩ কেএনএ সদস্য নিহত   আদালতের নির্দেশনায় ব্যাটারি রিকশা সমস্যার সমাধান হবে   শপথ নিলেন নতুন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার   নিউ এজ সম্পাদক হয়রানির তদন্ত শুরু, অভিযুক্তকে প্রত্যাহার   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বঙ্গোপসাগর মোহনায় ট্রলারডুবি, নিখোঁজ ৮ জেলে
ভোলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ২:২০ পিএম | অনলাইন সংস্করণ

ভোলার চরফ্যাশনে বঙ্গোপসাগরের মোহনায় ঢালচরের শিবচর এলাকায় লঘুচাপের প্রভাবে উত্তাল ঢেউয়ের তোড়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারে থাকা ৫ জনকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ রয়েছেন ৮ জেলে।

শুক্রবার (২ আগস্ট) রাতে ফেরার সময় সাগরের বড় বড় ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়। 

চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত এক সপ্তাহ আগে বৈরী আবহাওয়ার মধ্যে চরফ্যাশন উপজেলার আহম্মদপুর ইউনিয়নের শুকনা খালি মৎস্য ঘাট থেকে দুলাল চৌকিদারের একটি মাছ ধরার ট্রলারে ১৩ জন জেলে সাগরে মাছ শিকারে যায়। শুক্রবার রাতে ফেরার সময় সাগরের বড় বড় ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়। এতে ট্রলারে থাকা ১৩ জেলে নদীতে পড়ে যান। পরে রাতেই অন্য আরেকটি মাছ ধরার ট্রলার ৫ জেলেকে উদ্ধার করে। বাকি ৮ জেলে এখনও নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ জেলেরা হলেন নুর আলম (৩০), কবির (৩২), ৩. শাহ আলম মোল্লা (৫০), মো. বিল্লাল (৫০), ছাদেক মাল (৬০), সবুজ (৪০), মো. হোসেন মাঝি (৫০), ও জাহাঙ্গির মিস্ত্রি ( ৪৫)। উদ্ধার হওয়া জেলেরা হলেন দুলাল মাঝি ( ৪০), নাজিম (৪৪), ৩. সুমন (৩৮), শাহিন ( ২৫) ও মনির (৩৩)।

আহম্মদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুল মান্নান বলেন, ‘গত শুক্রবার একটি ট্রলারে করে বঙ্গোপসাগরের শিবচর এলাকায় মাছ ধরতে যান ১৩ জেলে। গতকাল শুক্রবার রাতে প্রবল টেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়। ৫ জেলেকে উদ্ধার করা হলেও এখনও আট জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেদের পরিবারে চলছে চরম উৎকণ্ঠা।’

চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, ‘আমরা নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য কোস্টগার্ড কর্মকর্তাদের জানিয়েছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]