মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ   গ্রেপ্তারি পরোয়ানা যথেষ্ট নয়, নেতানিয়াহুর মৃত্যুদণ্ড চায় ইরান   আইপিএলের নিলামে নামই তোলা হয়নি সাকিবের    ইউরোপীয় ইউনিয়নভুক্ত ৮ দেশের প্রতিনিধিদের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ    নাট্যকার হিসেবে পুরস্কার পেলেন অপর্ণা রানী রাজবংশী   স্বর্ণের দাম কমলো   ইসরায়েলি নেতাদের মৃত্যুদণ্ডের দাবি ইরানের সর্বোচ্চ নেতার   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
কেরালায় ভূমিধসে মৃত্যু বেড়ে ২৭৬, নিখোঁজ দেড় শতাধিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ৩:৪১ পিএম | অনলাইন সংস্করণ

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার পার্বত্য জেলা ওয়েনাড়ের কয়েকটি গ্রামে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ১৫০ জনেরও বেশি মানুষ।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে ওয়েনাড়ের জেলা প্রশাসন দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন বলে খবর ভারতীয় গণমাধ্যমের।

গত মঙ্গলবার ভোরে ভারি বৃষ্টিপাতের মধ্যে ধারাবাহিক পাহাড় ধসে ওয়েনাড়ের প্রায় চারটি গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। পশ্চিমঘাট পর্বতের জঙ্গলঘেরা গ্রামগুলোর বাড়িঘর, চা ও কফির বাগান হাজার হাজার টন পাথর ও কাদার স্তূপের নিচে চাপা পড়েছে বলে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে।

প্রবল বৃষ্টির মধ্যেই নিখোঁজদের সন্ধানে তল্লাশি ও উদ্ধার কাজ চালানো হচ্ছে। ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা, দেশটির জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী, রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনী, রাষ্ট্রীয় জরুরি পরিষেবা কর্মীর ও স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে নিয়োজিত আছেন।

ভূমিধসে আহত ২১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তাদের মধ্যে ৭৮ জন এখনও চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বৃহস্পতিবার জানিয়েছেন, মঙ্গলবার বিপর্যয়ের পর থেকে এ পর্যন্ত ১৫৯২ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে আর ৬৭টি পরিবারের ২০৬ জনকে আশ্রয়স্থলে পাঠানো হয়েছে।

ক্ষয়ক্ষতি ও দুর্গতদের দেখতে বিজয়ন এদিন সকালে ওয়েনাড়ের গিয়েছেন বলে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে।

ভূমিধসে যে চারটি গ্রাম ধ্বংস হয়ে গেছে সেগুলোর নাম চুরালমালা, মুন্ডাক্কাই, অট্টামালা ও নুলপুঝা। গ্রামগুলোর মধ্যে ভূমিধসের ঘটনা প্রথম ঘটে মুন্ডাক্কাইতে, এরপর চুরালমালায়। ব্যাপক এ ভূমিধসে চারটি গ্রামের বাড়িঘর, রাস্তা ও গাছপালা পাথর ও কাদার স্রোতের নিচে চাপা পড়ে।

ভূমিধস ও প্রবল বৃষ্টির কারণে ওই এলাকার জলপ্রবাহগুলোতে পানি বেড়ে যাওয়ায় ও রাস্তা ধ্বংস হওয়ায় উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]