মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: চারুকলা ভবন নির্মাণ নিয়ে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি অবস্থান   চার বছর আগের বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ   অবশেষে কারাগারে চিন্ময় কৃষ্ণ দাস   ঢাকা ও চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন   হাসিনাসহ ৪৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হেফাজতের অভিযোগ   সনাতনী জোটের মুখপাত্র চিন্ময়ের গ্রেপ্তারে যা বলল ভারত   আবারও জামিন শুনানি হবে চিন্ময় দাসের   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ট্রাইব্যুনাল গঠন করে সাংবাদিক হত্যার বিচার করতে হবে: ডিইউজে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪, ৮:২০ পিএম | অনলাইন সংস্করণ

কোটা সংস্কার আন্দোলনে দেশব্যাপী চারজন সাংবাদিক নিহত এবং ২১৮ জন সাংবাদিক আহত হয়েছেন। এ ঘটনার বিচারের দাবিতে অতিদ্রুত স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করার আহ্বান জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উদ্যোগে আয়োজিত কোটা সংস্কার আন্দোলনের আড়ালে দেশব্যাপী নৈরাজ্য, নাশকতা ও হামলায় সাংবাদিক নিহত-আহত এবং সংবাদ মাধ্যমের গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে এ আহ্বান জানান সাংবাদিক নেতারা। 

এসময় সমাবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী বলেন, কোটা সংস্কার আন্দোলনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে যে সাংবাদিকরা আহত এবং নিহত হয়েছেন তাদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং রাষ্ট্র যাতে তাদের দায়িত্ব নেয় সেজন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। যারা আহত-নিহত হয়েছেন আমরা এ ঘটনাগুলোর তীব্র নিন্দা জানাই।  

তিনি আরও বলেন, নিহতদের পরিবারকে রাষ্ট্র সবধরনের সাহায্য করতে হবে। যারা আহত হয়েছেন তারা সুস্থ হওয়া পর্যন্ত সাহায্য করতে হবে। নিহত সাংবাদিক পরিবারগুলোর যেকোনো একজন সদস্যকে একটি চাকরির ব্যবস্থা করে দিতে হবে। প্রত্যেকটি সংবাদকর্মীর দায়িত্ব তাদের প্রতিষ্ঠনের মালিককে গ্রহণ করতে হবে। নিরাপত্তা নিশ্চিয়তা দিতে হবে।  

এসময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক বলেন, বার বার সাংবাদিকদের ওপর নির্যাতনের ঘটনা ঘটতেই থাকে। সেজন্য আমাদের একটাই দাবি সেটি হলো স্পেশাল ট্রাইবুনাল করতে হবে।  

বিএফইউজে মহাসচিব দীপ আজাদ বলেন, প্রতিবাদ করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেলেও আক্রমণকারীরা ক্লান্ত হয় না। এর কারণ হলো সাংবাদিক হত্যার বিচার হয় না। আমাদের চারজন সাংবাদিক নিহত হয়েছে। ২১৮ সাংবাদিক পুরো বাংলাদেশে আহত হয়েছে। সাংবাদিকদের ৮টি গাড়ি পোড়ানো হয়েছে। ৩৮টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। সাংবাদিক হত্যা এবং নির্যাতনের বিচার করতে হবে। আমরা নিহত ও আহত সাংবাদিকদের তালিকা করছি।  

এসময় সাংবাদিকসহ যারা আহত ও নিহত হয়েছেন তাদের স্মরণে সাংবাদিক নেতারা শোক পালন করেন। সাংবাদিক নেতারা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং দোয়া ও মোনাজাত করেন। 

সমাবেশে উপস্থিত ছিলেন ডিইউজের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, ডিইউজের সাধারণ সম্পাদক আকতার হোসেন, যুগ্ম সম্পাদক মো. শাহাজাহান মিঞা, সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা দ্রুব, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী, নারীবিষয়ক সম্পাদক সুমি খান, আহত সাংবাদিক মুফদি আহমেদ, মঞ্জুরুল ইসলাম প্রমুখ। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]