প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪, ৪:৫২ পিএম | অনলাইন সংস্করণ
প্যারিস অলিম্পিকে শুটার রবিউল ইসলামের মতো এবার সাঁতারে বাছাইয়েই বাদ পড়লেন বাংলাদেশের সামিউল ইসলাম।
মঙ্গলবার (৩০ জুলাই) ১০০ মিটার ফ্রিস্টাইলে নেমে দ্বিতীয় হিটে বাদ পড়েছেন তিনি।
আট জনের মধ্যে নিজের হিটে পঞ্চম হয়েছেন সামিউল। সময় নিয়েছেন ৫৩.১০ সেকেন্ড।
৪৭.৫৭ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন যুক্তরাষ্ট্রের সাঁতারু জ্যাক অ্যালেক্সি।
সব মিলিয়ে ৭৯ জন সাঁতারুর মধ্যে ৬৯তম হয়েছেন সামিউল। শীর্ষ ১৬ জন ১০০ মিটার ফ্রিস্টাইলের সেমিফাইনালে জায়গা পেয়েছেন। ১৬তম হওয়া দক্ষিণ কোরিয়ার সুন-উ হোয়াংয় ইভেন্ট শেষ করতে সময় নিয়েছেন ৪৮.৪১।
সামিউল মূলত ব্যাকস্ট্রোক সাঁতারু। বিশ্ব সাঁতার সংস্থা তাকে প্যারিস অলিম্পিকে ফ্রি স্টাইলে ওয়াইল্ড কার্ড দিয়েছে। এখন অন্য ইভেন্টের সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ সম্পর্কে তিনি বলেছেন, ‘ফেব্রুয়ারি থেকে আমি ফ্রি স্টাইলও করছি। থাইল্যান্ডে কয়েক মাস অনুশীলন করেছি ফ্রি স্টাইলে।
সামিউলের আগে ১০ মিটার এয়ার রাইফেলে ৪৯ জনের মধ্যে ৪৩তম হয়ে বাদ পড়েন রবিউল। স্কোর করেছিলেন ৬২৪.২।