শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে দেশ সেরা ঢাকা বিশ্ববিদ্যালয়   পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম ঢাকায় এসেছেন   চিন্ময় ইস্যুতে ভারতে মোদি-জয়শঙ্কর বৈঠক   জাতীয় স্বার্থে একমত থাকার আহ্বান জামায়াত আমিরের   রোববার থেকে চাহিদা অনুযায়ী টাকা পাবেন   স্বৈরাচারমুক্ত করেছি, এখন সময় দেশ গঠনের: তারেক রহমান   প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় জামায়াত আমির   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
যুক্তরাজ্যে স্কুলে ছুরি হামলায় ২ শিশু নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪, ১২:৫২ পিএম | অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যে একটি নাচের স্কুলে ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে দুই শিশু নিহত এবং আহত হয়েছেন ৯ জন। এ ঘটনায় ১৭ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে হত্যায় ব্যবহৃত ছুরি।

সিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৯ জুলাই) মার্সিসাইড জেলার সাউথপোর্ট শহরে শিশুদের নাচের স্কুলে এ হামলা হয়। সেখানে ছয় থেকে ১০ বছরের শিশুরা নাচ শিখছিলেন। 

আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তারা হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন।

স্থানীয় পুলিশ জানায়, ওই তরুণ অন্য শহর থেকে এখানে আসে। হামলার সঠিক কারণ এখনও জানা যায়নি। এ ব্যাপারে গভীরভাবে তদন্ত করা হচ্ছে। হামলাকারীর সঙ্গে সন্ত্রাসীদের যোগাযোগ আছে কি না তা নিশ্চিত হতে কাজ করছে গোয়েন্দা দল। তবে তদন্তের স্বার্থে হামলাকারীর পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

মার্সিসাইড পুলিশের চিফ কনস্টেবল সেরেনা কেনেডি বলেন, হামলকারী তরুণ খুবই বেপরোয়া ছিল। সে নাচের ক্লাসে প্রবেশ করেই যাকে পেয়েছে তাকেই ছুরিকাঘাত করে। এ সময় হামলাকারীকে ঠেকাতে গিয়ে আহত হন দুই প্রাপ্তবয়স্ক। এ ঘটনায় স্থানীয় কর্তৃপক্ষ দুঃখিত। আমরা প্রকৃত কারণ উদ্‌ঘাটন করে জড়িত অন্য কেউ থাকলে তাকেও আইনের আওতায় আনব।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, ঘটনাটি ছিল ‘ভয়ংকর’। আমার জীবদ্দশায় এমন ঘটনা দেখিনি। আমরা খুবই মর্মাহত। এদিকে ভুক্তভোগীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিবৃতি দিয়েছেন রাজা তৃতীয় চার্লস ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তারা নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]