শনিবার ৩০ নভেম্বর ২০২৪ ১৫ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু    ডিআরইউর নতুন সভাপতি সালেহ, সম্পাদক সোহেল   রাষ্ট্র মেরামত ছাড়া বিদায় নিলে এই প্রজন্ম কাঠগড়ায় দাঁড় করাবে   শৈত্যপ্রবাহ কবে হবে জানালো আবহাওয়া অধিদপ্তর   কুমিল্লাকে অচিরেই বিভাগ ঘোষণা: উপদেষ্টা আসিফ   বিদেশ যেতে দেয়া হলো না সুবর্ণাকে   একুশে আগস্ট গ্রেনেড হামলায় হাইকোর্টের রায় রোববার   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
অলিম্পিক ফুটবলে ইউক্রেন-আর্জেন্টিনা মুখোমুখি কাল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জুলাই, ২০২৪, ৬:৫০ পিএম | অনলাইন সংস্করণ

প্যারিস অলিম্পিকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের প্রতিপক্ষ ইউক্রেন। মঙ্গলবার (৩০ জুলাই) বাংলাদেশ সময় রাত ৯টায় ইউরোপীয়দের মুখোমুখি হবে আলবিসেলেস্তারা।

এই ম্যাচ জিতলে বি-গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনাল অনেকটা নিশ্চিত হবে হ্যাভিয়ের মাশচেরানোর শিষ্যদের। মঙ্গলবার ইউরোপের দলটি বিপক্ষে নামার আগে শুরুর একাদশের তিনটি পজিশন নিয়ে ভাবছেন আর্জেন্টিনা অলিম্পিক দলের কোচ।

উদ্বোধনী অনুষ্ঠানের দুদিন আগে ২৪ জুলাই শুরু হয় প্যারিস অলিম্পিকের ফুটবল ইভেন্ট। সেদিন মুখোমুখি হয়েছিল মরক্কো-আর্জেন্টিনা। রেফারির মহানাটকীয় সিদ্ধান্তে সে ম্যাচে ২-১ গোলে হেরে যায় আলবিসেলেস্তারা।

পরের ম্যাচে ইরাকের বিপক্ষে ঘুরে দাঁড়ায় মাশচেরানোর শিষ্যরা। ৩-১ গোলের জয়ে আসরে টিকে থাকে আর্জেন্টিনা। এবার ইউরোপীয় দলের বিপক্ষে লড়বে লাতিন আমেরিকার দলটি।

লিঁওর স্টেডিয়ামে নামার আগে জাতীয় দলের তিন ফুটবলারকে খেলানো অনেকটা নিশ্চিত। তবে শুরুর একাদশে বেশ কিছু পরিবর্তন আনতে পারেন হ্যাভিয়ের মাশচেরানো। ইরাকের বিপক্ষের ম্যাচটি প্রথমার্ধে ১-১ ড্র ছিল।

তবে দ্বিতীয়ার্ধে বেশ কিছু রদবদল আনেন দলের কোচ। পিঠের ব্যথার কারণে মাঠ থেকে বের হয়ে যেতে হয় লুকাস বেল্ট্রানকে। তার পরিবর্তে মাঠে নামেন লুসিয়ানো গন্ডো। আক্রমণভাগে দুর্দান্ত খেলেন তিনি। গোল করেছিলেন তিনি।

এ ছাড়া জুলিয়ান আলভারেজের সঙ্গে তার রসায়নও জমেছিল বেশ। তাই আর্জেন্টাইন গণমাধ্যমের দাবি, ইউক্রেনের বিপক্ষে শুরুর একাদশে দেখা যেতে পারে আক্রমণভাগের এই ফুটবলারকে।

মাঝমাঠে এজেকিয়েল ফার্নান্দেজসহ খেলা অনেকটা নিশ্চিত ক্রিস্টিয়ান মাদিনা, থিয়াগো আলমাদার। জুলিয়ানো সিমিওনে অথবা সান্তিয়াগো হেজ- দুজনের যেকোনো একজনকে বসতে হবে বেঞ্চে।

আর্জেন্টাইন গণমাধ্যমের দাবি বদলি হিসেবে নেমে মরক্কো ও ইরাকের বিপক্ষে ভালো খেলায় একাদশে জায়গা হতে পারে সান্তিয়াগো হেজের। এদিকে রক্ষণেও আসতে পারে পরিবর্তন।

অন্যদিকে, ব্যাক লাইনেও কিছু পরিবর্তন হতে পারে। অধিনায়ক নিকোলাস ওতামেন্ডি, জুলিও সোলারের সঙ্গে জোয়াকিন গার্সিয়ার একাদশে থাকা অনেকটা নিশ্চিত। মার্কো ডি সিজার অথবা ব্রুনো অ্যামিওনের যে কোনো একজনকে দেখা যাবে শুরুর একাদশে।

ইউক্রেনের বিপক্ষে অর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

গোলকিপার: জেরোনিমো রুলি রক্ষণভাগ: জোয়াকিন গার্সিয়া, মার্কো ডি সিজারব্রুনো অ্যামিওন, নিকোলাস ওতামেন্ডি (অধিনায়ক), জুলিও সোলার মাঝমাঠ: জুলিয়ানো সিমিওনেসান্তিয়াগো হেজে, এজেকিয়েল ফার্নান্দেজ, ক্রিস্টিয়ান মাদিনা, থিয়াগো আলমাদা আক্রমণভাগ: জুলিয়ান আলভারেজ, লুসিয়ানো গন্ডোলুকাস বেল্ট্রান।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]