প্রকাশ: সোমবার, ২৯ জুলাই, ২০২৪, ৬:২২ পিএম | অনলাইন সংস্করণ
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন।
সোমবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৫টায় গণভবনে এ বৈঠক শুরু হয়েছে।
এতে সূচনা বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে গণভবনের গেটের বাহিরে মিডিয়া ব্রিফিংয় করা হবে।
দেশের চলমান সংকটে এ বৈঠকে নানা বিষয়ে আলোচনা হচ্ছে বলে ধারণা করা যায়।
এর আগে, ২৩ মে ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন শেখ হাসিনা। সেদিন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভায় নির্বাচনে কম আসনে ছাড়, সরকারে না রাখা, কর্মসূচি ও বৈঠক না হওয়াসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ১৪ দলের জোটের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই প্রথম আনুষ্ঠানিক বৈঠক হতে যাচ্ছে।
এদিকে, কোটা সংস্কার আন্দোলন চলাকালে দুষ্কৃতিকারীদের আগুনে পুড়ে যাওয়া বনানীর সেতু ভবন ও মহাখালীর দুর্যোগ ভবন পরিদর্শন করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জোট সঙ্গী ১৪ দলের নেতৃবৃন্দ।