প্রকাশ: বুধবার, ২৪ জুলাই, ২০২৪, ৪:২৯ পিএম | অনলাইন সংস্করণ
সারা দেশে সব আদালতের নতুন সময়সূচি ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বুধবার (২৪ জুলাই) প্রশাসনের পক্ষে আদালতের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে ঘোষিত নতুন সময়সূচি অনুযায়ী, সান্ধ্য আইন (কারফিউ) শিথিল থাকা সাপেক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যক্রম সকাল ৯টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত এবং হাইকোর্ট বিভাগের কার্যক্রম সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সোয়া ৪টা মিনিট পর্যন্ত চলবে। একইসঙ্গে সান্ধ্য আইন চলাকালে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে সব দফতর ও শাখা আগের সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।
এদিকে কারফিউ শিথিল থাকাকালে জেলা ও দায়রা জজ আদালত, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্থানীয় জেলা ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনারের সঙ্গে যৌথ সমন্বয় করে আদালত ও অফিসের সময় নির্ধারণ করবেন। একইসঙ্গে বিচারক, কর্মকর্তা ও কর্মচারী এবং আইনজীবীদের অবহিত করে বিচার কার্যক্রম পরিচালনা করবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্থানীয় রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে আদালতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। সরকারি নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হলে আপিল বা হাইকোর্ট বিভাগ এবং অধস্তন আদালত বন্ধ থাকবে। প্রধান বিচারপতি সম্মতি ও নির্দেশনাক্রমে এই নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম।