বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: আইনজীবী হত্যার ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার   ইসকন ইস্যুতে দেশি-বিদেশি ইন্ধন থাকতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা   রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি ময়নুল ইসলাম   ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়   দেশের ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারের নির্দেশ   হঠাৎ শিক্ষার্থীদের ভিড় পরীমণির বাড়ির সামনে!   চট্টগ্রামে আইনজীবী হত্যা ঘটনায় জামায়াতের বিবৃতি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
আর্জেন্টাইনদের বিতর্কিত সেই গানে যা ছিল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, ৫:১৬ পিএম আপডেট: ১৮.০৭.২০২৪ ৫:১৮ পিএম | অনলাইন সংস্করণ

শুধু এক গানকে ঘিরে হয়ে গেলো অনেক কিছু। চাকরি হারালেন আর্জেন্টিনা ক্রীড়া মন্ত্রণালয়ের এক কর্তা। তদন্তে নেমেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। শাস্তি মুখে আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।

এখন প্রশ্ন হচ্ছে কী ছিল সেই গানে? যা নিয়ে তোলপাড় বিশ্ব ফুটবল। সেই গানের কথা প্রকাশ করেছে ডেনমার্কের গণমাধ্যম বোলা ভিআইপি। এতে দেখা যায়, গানটিতে ফ্রান্স এবং কিলিয়ান এমবাপ্পের পরিচয় নিয়ে মন্তব্য করেছেন আর্জেন্টাইনরা।

মূল ঘটনা গত সোমবারের। কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় ও রেকর্ড ১৬তম শিরোপা জয়ের রেকর্ড গড়ে আর্জেন্টিনা। আলবিসেলেস্তাদের শিরোপা উৎসবের সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করছিলেন দলে মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।

সেই লাইভ চলাকালে ফ্রান্সকে নিয়ে বর্ণবাদীমূলক গান ধরেন আর্জেন্টাইনরা। যদিও এর পরপরই লাইভটি বন্ধ করে দেন চেলসির এই মিডফিল্ডার। এ নিয়ে অভিযোগ করে ফ্রান্স ফুটবল। যদিও দ্রুত লাইভটি বন্ধ করে দিয়েছিলেন এনজো।

ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না আর্জেন্টাইন মিডফিল্ডার। চেলসিও তার বিরুদ্ধে অভ্যন্তরীণ শৃঙ্খলামূলক প্রক্রিয়া শুরুর কথা জানায়। এদিকে ফ্রান্স ফুটবল ফেডারেশনের (এফএফএফ) আনুষ্ঠানিক অভিযোগ জানায়।

এরপরই তদন্তের ঘোষণা দেয় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির বিষয়ে অবগত রয়েছে ফিফা। এবং এ ঘটনার তদন্ত করা হচ্ছে। খেলোয়াড়, সমর্থক কিংবা অফিশিয়ালদের যেকোনো প্রকার বর্ণমাদমূলক আচরণের কঠোর নিন্দা করছে ফিফা।’

এখন প্রশ্ন হচ্ছে কী ছিল সেই গানের কথায়। মূলত কাতার বিশ্বকাপের ফাইনালের পর আর্জেন্টাইনদের সঙ্গে শত্রুতা বাড়ে ফ্রান্সে। মাঠের লড়াইয়ের প্রভাব পড়ে বাইরেও। সেই প্রভাব কোপা আমেকিরার জয়ের উৎসবে নিয়ে আসে আর্জেন্টিনা।

গানটির কথা হচ্ছে:

‘শুনুন, কথাটি ছড়িয়ে দিন

তারা অ্যাঙ্গোলা থেকে এসে খেলে ফ্রান্সে

কী দারুণ দৌড় তাদের

তারা ফা** এমবাপ্পের মতো রূপান্তরকামীদের ভালোবাসে

তোর মা নাইজেরিয়ান, তোর বাবা ক্যামেরুনের

কিন্তু আইডিতে তুই ফরাসি জাতীয়তা’

সে সময় টিম বাসে ছিল না ইনজুরি আক্রান্ত লিওনেল মেসি। কিন্তু আর্জেন্টাইন অধিনায়ক এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে ক্ষমা চাইতে বলেন আর্জেন্টিনার আন্ডার সেক্রেটারি অব স্পোর্টস জুলিও গারো। এরপরই এই কর্তাকে ছাঁটাই করেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলেই।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]