প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, ১১:৪০ এএম আপডেট: ১৮.০৭.২০২৪ ১১:৫২ এএম | অনলাইন সংস্করণ
চীনে একটি শপিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে একটি বহুতল ভবনে আগুন ছড়িয়ে পড়ার পর প্রাণহানির এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে বুধবার (১৭ই জুলাই) সন্ধ্যায় একটি ডিপার্টমেন্টাল স্টোরে অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন বলে বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
সিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, জিগং শহরের হাই-টেক জোনের একটি ১৪ তলা বিল্ডিংয়ে আগুন ছড়িয়ে পড়ার পর প্রাণহানির এই ঘটনা ঘটে। এছাড়া অগ্নিকাণ্ডের পর ঘন ধোঁয়ায় আশপাশের এলাকা ঢেকে যায়।
অন্যদিকে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারকারী মিডিয়া সিসিটিভি জানিয়েছে, আগুন ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার স্থানীয় সময় ভোররাত ৩টায় উদ্ধার কাজ শেষ হয়েছে।
ঐ মিডিয়া আরও জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে নির্মাণকাজ থেকে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ শনাক্ত করতে আরও তদন্ত করা হচ্ছে।