সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: নভেম্বরের ২৩ দিনে এলো ২০ হাজার ৭১৬ কোটি টাকার রেমিট্যান্স   সোহরাওয়ার্দী-কবি নজরুল কলেজে ভাঙচুর, পরীক্ষা স্থগিত   ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা   ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু, আক্রান্ত ১০৭৯   মহানবীকে (সা.) নিয়ে কটূক্তিতে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব   সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেয়ার সময় বাড়লো   জেদ্দায় চলছে আইপিএলের মেগা নিলাম   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
শরীয়তপুরে ছাত্রলীগ ও কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ৬:১৬ পিএম | অনলাইন সংস্করণ

শরীয়তপুরে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১৭ জুলাই) বেলা ১২ টার দিকে জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের পদ্মাসেতু সংলগ্ন জমাদ্দার মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, গত কয়েকদিনে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ বাঁধলে পুলিশের রাবার বুলেটের আঘাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হয়। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় হামলার শিকার হয়ে নিহত হয় অন্তত ৬ জন। এই ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবী জানিয়ে বুধবার বেলা ১১ টার দিকে শরীয়তপুরের জাজিরায় পদ্মাসেতু সংলগ্ন জমাদ্দার মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পরে স্থানীয় ছাত্রলীগ কর্মীদের সাথে সংঘর্ষ সৃষ্টি হয়। ৩০ মিনিট চলা এই ধাওয়া পাল্টা ধাওয়ায় পরে আন্দোলনকারীরা পিছু হটলে সাড়ে ১২ টার দিকে সড়কটির নিয়ন্ত্রণ নেয় ছাত্রলীগ। এর আগে সকাল ১০ টার দিকে পদ্মা সেতু টোল প্লাজার সামনে শিক্ষার্থীরা জড়ো হওয়ার চেষ্টা করলে ছাত্রলীগের প্রতিরোধে পিছু হটে সাধারণ শিক্ষার্থীরা। এছাড়াও জাজিরার ক্লাব মোড়ে আন্দোলনকারীরা দীর্ঘক্ষণ সড়ক অপরাধ করে রাখেন।

আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার বিচার চেয়ে আমরা মানববন্ধন করছিলাম। প্রথমে আমরা পদ্মাসেতু দক্ষিণ থানার সামনে আসলে ছাত্রলীগ আমাদের উপর হঠাৎ করেই হামলা চালায়। আমরা পরবর্তীতে জমাদ্দার মোড়ে আসলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগসহ আওয়ামীলীগের নেতাকর্মীরা। এতে আমাদের বেশ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনার বিচার চাই।

এ বিষয়ে জাজিরা উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় হোসেন মাদবর বলেন, কোটা আন্দোলনের নামে ছাত্রদলের ইন্ধনে কিছু কতিপয় শিক্ষার্থীরা মহাসড়ক ও পদ্মা সেতু অবরোধ করার চেষ্টা করে। আমরা খবর পেয়ে সাধারণ জনগণের জানমাল নিরাপত্তায় সকল আন্দোলনকারীদের সরিয়ে দেই।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবীব বলেন, ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিশৃঙ্খলার মত তুচ্ছ ঘটনা ঘটেছে। ছাত্রদের আমরা বুঝিয়ে পাঠিয়ে দিয়েছি। তাছাড়া পদ্মা সেতু এলাকায় সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ৫ টি স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]