সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: নভেম্বরের ২৩ দিনে এলো ২০ হাজার ৭১৬ কোটি টাকার রেমিট্যান্স   সোহরাওয়ার্দী-কবি নজরুল কলেজে ভাঙচুর, পরীক্ষা স্থগিত   ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা   ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু, আক্রান্ত ১০৭৯   মহানবীকে (সা.) নিয়ে কটূক্তিতে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব   সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেয়ার সময় বাড়লো   জেদ্দায় চলছে আইপিএলের মেগা নিলাম   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
কমনওয়েলথে প্রথম স্বর্ণজয়ী শ্যুটার আতিকুর আর নেই
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ৬:০১ পিএম | অনলাইন সংস্করণ

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সর্বপ্রথম আন্তর্জাতিক স্বর্ণপদক জয়ী শ্যুটার আতিকুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

বুধবার (১৭ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে মৃত্যুবরণ করেছেন তিনি।

১৯৯০ সালে নিউজিল্যান্ডের অকল্যান্ড কমনওয়েলথ গেমসে আতিকুর রহমান ১০ মিটার পিস্তল ইভেন্টে আব্দুস সাত্তার নিনির সঙ্গে জুটি গড়ে স্বর্ণ জেতেন। ব্যক্তিগত ইভেন্টে জিতেছিলেন ব্রোঞ্জ। কমনওয়েলথের পাশাপাশি দক্ষিণ এশিয়ান গেমসেও স্বর্ণ জয়ের কৃতিত্ব রয়েছে আতিকের। 

শুটিং ছাড়ার পরও কিছুদিন শুটিংয়ের সঙ্গে ছিলেন কৃতী এ শ্যুটার। শারীরিক অসুস্থতায় গত কয়েক বছর তিনি একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েন। কণ্ঠনালীর ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। দেশ ও দেশের বাইরে তার চিকিৎসা হলেও শেষ পর্যন্ত ক্যান্সারের কাছে হেরে গেলেন তিনি। 

১৯৬৫ সালে জন্ম নেয়া কৃতি এই শুটারের জীবন থামল মাত্র ৫৯ বছর বয়সেই। কিংবদন্তী শুটারের বিদায়ে শুটিং ফেডারেশনসহ আরও অনেক ক্রীড়া সংস্থা ও ব্যক্তিত্ব শোক প্রকাশ করেছে।

কৃতী এই শ্যুটার ১৯৬৫ সালের ৫ মে জন্মগ্রহণ করেন। ১৯৯০ সালের পর ১৯৯৩ সালে ঢাকায় এবং ১৯৯৫ সালে মাদ্রাজে (বর্তমান চেন্নাই) সাফ গেমসে সোনা জিতেছেন ব্যক্তিগত ও দলগত উভয় বিভাগেই। ক্রীড়াক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি ১৯৯৪ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।

তার মৃত্যুতে বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশন গভীরভাবে শোকাহত। বুধবার বিকাল তিনটায় বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশন প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]