প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ১০:৫৮ পিএম | অনলাইন সংস্করণ
কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশজুড়ে সড়ক-মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা; বিশেষ করে আজ মঙ্গলবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর মধ্যেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আগামী ৭২ ঘণ্টার জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে দাবিতে একটি তথ্য ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ‘ইলিয়াস হোসেন’ নামের একটি ফেসবুক পেজ থেকে আজ বেলা ৩টার দিকে বেসরকারি টিভি চ্যানেল সময় টিভির সূত্রে তথ্যটি প্রচার করা হয়।
তবে সময় টিভির ওয়েবসাইট, ফেসবুক পেজসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো খুঁজে এমন কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।
এদিকে জানা যায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম চলমান আছে। তবে শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে বিমানবন্দরে অনেক যাত্রী সময়মতো পৌঁছাতে না পারায় দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের মোট ৩৮টি ফ্লাইট দেরিতে ছেড়ে গেছে।
ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইট রাডার ২৪–এর সূত্রেও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত বিমান ওঠানামা করার তথ্য পাওয়া যাচ্ছে। ওয়েবসাইটটিতে প্রায় পরবর্তী দুই ঘণ্টার ফ্লাইট আগমন ও নির্গমনের সময়সূচি রয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, সড়কে যানজটের কারণে অনেকে সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে পারেননি। এ কারণে বিমানের ঢাকা-দাম্মাম রুটের ৩টার ফ্লাইট ৩০ মিনিট বিলম্বে ছেড়েছে। এ ছাড়া বেলা ২টা ৫ মিনিটের ঢাকা-জেদ্দা রুটের ফ্লাইটটি সর্বশেষ সাড়ে ৩টার দিকেও ছেড়ে যায়নি। তবে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম চলমান।