প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ৭:৫৯ পিএম আপডেট: ১৬.০৭.২০২৪ ৮:০২ পিএম | অনলাইন সংস্করণ
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের দেওয়া ‘রাজাকার’ স্লোগান নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল।
‘সাদাসিধে কথা’ নামে নিজের একটি ওয়েবসাইটে বিষয়টি নিয়ে দুই প্যারায় ছোট্ট মতামত লিখেছেন তিনি। তার নিজ হাতে লেখা চিরকুটও সেখানে আপলোড করা হয়েছে।
সেই মতামতে ড. মুহম্মদ জাফর ইকবাল লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, আমার প্রিয় বিশ্ববিদ্যালয়। তবে আমি মনে হয় আর কোনদিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইবো না। ছাত্র-ছাত্রীদের দেখলেই মনে হবে, এরাই হয়তো সেই রাজাকার।
তিনি আরও লেখেন, আর যে কদিন বেঁচে আছি, আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না। একটাই তো জীবন। সেই জীবনে আবার কেন নতুন করে রাজাকারদের দেখতে হবে?
এ লেখার বিষয়ে জানতে চাওয়া হলে জাফর ইকবাল সাংবাদিকদের বলেন, ‘হ্যাঁ, এটা আমি লিখেছি। আমার ওয়েবসাইট সাদাসিধে কথায় এটা পাবেন। এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত, অনুভূতি।
সাদাসিধে ডটকমে জাফর ইকবালের অসমাপ্ত লেখাটি আপলোড করা হয়েছে। সেই লেখার ইতি টানা হয়েছে তার এই অভিমানের কথা প্রকাশ করে।
আর নিবন্ধটি অসম্পূর্ণ রাখার ব্যাখ্যায় বলা হয়েছে, আমি এই লেখাটি লিখতে শুরু করেছিলাম। শেষ করার আগেই জানতে পারলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটাবিরোধী ছাত্রছাত্রীরা নিজেদের রাজাকার হিসেবে ঘোষণা দিয়ে পুরো বিশ্ববিদ্যালয় প্রকম্পিত করেছে। এই লেখাটি শেষ করার আর কোনো প্রয়োজন নেই।
মুহম্মদ জাফর ইকবাল বাংলাদেশের তুমুল জনপ্রিয় কথাসাহিত্যিক ও বিজ্ঞান কল্পকাহিনী লেখক। এছাড়া একাধারে তিনি কলাম লেখক, পদার্থবিদ, শিক্ষাবিদ ও আন্দোলনকর্মী।