প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ৭:১৭ পিএম | অনলাইন সংস্করণ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ছয় দিনের দাপ্তরিক সফরের মালয়েশিয়া যাচ্ছেন।
মঙ্গলবার (১৬ জুলাই) চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারকে নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. শাহ আলমের পাঠানো এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা গেছে।
এতে উল্লেখ করা হয়েছে, ভোটার নিবন্ধন কার্যক্রম ও স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করার জন্য সিইসি মালয়েশিয়া যাচ্ছেন। এ সময় তিনি দেশটির নির্বাচন কমিশনের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন।
কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে ইসি সচিব শফিউল আজিম, জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম ও আইডিইএ-২ প্রকল্প তথা স্মার্টকার্ড প্রকল্পের উপ-পরিচালক লেফট্যানেন্ট কমান্ডার মো. খালিদ হাসানও যাবেন।
আগামী ২০ জুলাই তারা দেশ ত্যাগ করবেন, ফিরবেন ২৫ জুলাই। এ সফরের সমস্ত ব্যয় বহন করা হবে আইডিইএ-২ প্রকল্প থেকে।
ভোরের পাতা আরএস