প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ৪:০৫ পিএম | অনলাইন সংস্করণ
কক্সবাজারো কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এছাড়া কোটা সংস্কার আন্দোলনরত ও শিক্ষার্থীদের সাথে পুলিশের দস্তাদস্তি, ইট পাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাংচুরের ঘটনাও ঘটে।
মঙ্গলবাল (১৬ জুলাই) সকাল ১১ টার শহরতলীর লিংকরোড ও সরকারী কলেজের সামনে মহাসড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। এক ঘন্টা ধরে চলমান এই অবরোধের ফলে বন্ধ হয়ে গিয়ে ছিলো যানচলাচল।
এর আগে পলিটেকনিকেল কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে মিছিলটি বকক্সবাজার সরকারী কলেজ গেইট পর্যন্ত গিয়ে অবরোধ করে পরে শিক্ষার্থীরা হামলা চালায় এবং গাড়ি ভাঙচুর করে। ঘটনাস্থলে পুলিশ ও ছাত্রলীগের বাধার সম্মুখীন হন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে হয়ে যায়।
সরজমিনে দেখা যায়, ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করছে। এতে মুহূর্তেই পরিস্থিতি পাল্টে যায়। এক পর্যায়ে ধাওয়া খেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা সরকারি কলেজের গেটের ভেতরে অবস্থান নেন। পরে তারা গেইটের তালা লাগিয়ে ভেতর থেকে ইট ছুড়তে থাকেন। শিক্ষার্থীরাও পাল্টা ইট ছুড়তে থাকেন। পরে শিক্ষার্থীরা হল গেটে হামলা চালিয়ে লোহার গেটে ধাক্কা দিতে থাকেন। গেইটের সামনে থাকা মোটরসাইকেলগুলো ভাঙচুর করেন।
কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, ছাত্রলীগ তাদের ওপর হামলা চালিয়েছে।
কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, কক্সবাজার সরকারি কলেজে পরীক্ষা চলার সময় শিবির ক্যাডাররা গাড়ি ভাঙচুর ও লাঠি নিয়ে হামলা করেছেন।তখন ছাত্রলীগ এর নেতাকর্মীরা তাদের প্রতিহত করেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, হঠাৎ কিছু ছাত্র এসে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এর মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।