প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ৩:৩৬ পিএম | অনলাইন সংস্করণ
প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করেছে রাষ্ট্রপক্ষ। লিভ টু আপিলে হাইকোর্টের রায় বাতিল চাওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ জুলাই) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় লিভ টু আপিল দায়ের করা হয়।
যদিও এক মাসের জন্য হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা জারি আছে আপিল বিভাগের। আগামী ৭ আগস্ট শুনানির দিন ধার্য আছে আগে থেকেই। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর এই লিভ টু আপিলের মাধ্যমে দ্রুত শুনানি চায় সরকার পক্ষ।
২০১৮ সালের এক পরিপত্রে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিল করার সিদ্ধান্ত নেয় সরকার। ২০২১ সালে মুক্তিযোদ্ধার সাতজন সন্তানের রিটে বিষয়টি আদালতে গড়ায়। গত ৫ জুন হাইকোর্ট সে পরিপত্র বাতিল করার আদেশ দেন। সে আদেশ চ্যালেঞ্জ করা হয় আপিল বিভাগে। শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বেঞ্চ হাইকোর্টের সে রায়ের ওপর ১ মাসের স্থিতাবস্থা ঘোষণা করে। এরই মধ্যে আজ হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করলো রাষ্ট্রপক্ষ।
ভোরের পাতা আরএস