প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪, ৭:৩৮ পিএম | অনলাইন সংস্করণ
কোটা সংস্কার আন্দোলনকে যদি কেউ রাজনৈতিক ফাঁদে ফেলতে চায়, তবে তা মোকাবেলা করবে আওয়ামী লীগ— এ কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের আরও বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলনে রূপ দিতে চায় বিএনপি। কিন্তু তাদের সেই খায়েশ পূরণ হবে না। ফখরুল বলেছেন মুক্তিযোদ্ধাদের কোটার দরকার নেই। তাদের মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান নেই। কোটাবিরোধিতা করে বিএনপি মুক্তিযুদ্ধবিরোধী, তার প্রমাণ আবারও দিয়েছে।
আদালতের নির্দেশ মেনে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বানও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে সাধারণ মানুষকে জিম্মি করছে আন্দোলনকারীরা। এটি নিয়ে কেউ যদি ফায়দা লুটতে চায়, তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জনদুর্ভোগ সৃষ্টি করে এমন সব কর্মসূচি বন্ধ করার আহ্বানও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
ভোরের পাতা আরএস