প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪, ২:০৩ পিএম | অনলাইন সংস্করণ
সরকারি চাকরিতে কোটা সংস্কার ইস্যুতে আদালতের রায়ের পরও শিক্ষার্থীরা সড়ক অবরোধে নামলে পুলিশ বিধি মোতাবেক ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ মহিদ উদ্দিন।
তিনি বলেন, গতকাল উচ্চ আদালতের রায়ে কোটায় ৪ সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছে। ফলে আমরা মনে করি এর ফলে তাদের আন্দোলনের যৌক্তিকতা হারিয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুর ১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলে তিনি। এদিন দুপুর তিনটায় শিক্ষার্থীদের বাংলা ব্লকেড কর্মসূচি শুরুর আগে ডিএমপি থেকে এমন সতর্কতা এলো।
ড. খ মহিদ উদ্দিন বলেন, গত পহেলা জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলন রাজধানীবাসির দুর্ভোগের সৃষ্টি করেছে। তারপরও আমাদের পেশাদারিত্বের স্থান থেকে আন্দোলনের সুযোগ দিয়েছি। তাই আমাদের অনুরোধ মহানগরবাসীর দুর্ভোগ লাগবে শিক্ষার্থীরা তাদের আন্দোলন থেকে সরে আসা উচিৎ।
‘তারপরও কেউ বিশৃঙ্খলা তৈরি করলে দেশের প্রচলিত আইন কার্যকর আছে, সেটি যে জায়গায় থাকার কথা সে জায়গায় থাকবে।’
আদালতের রায়ের পরও শিক্ষার্থীরা সড়ক অবরোধেরে মতো কর্মসূচিতে নামলে পুলিশ বিধিমোতাবেক ব্যবস্থা নেবে কি না—এমন প্রশ্নের জবাবে খ. মহিউদ্দিন জানান, পুলিশ অবশ্যই বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে।
‘শিক্ষারর্থীদের প্রতি আমাদের পেশাগত এপ্রোচ ছিল, সেটি পরবর্তীতেও রাখতে চাই। আমরা আশা করি শিক্ষারর্থীরাও সেটি অনুধাবন করবে।’
তিনি বলেন, আমরা অবশ্যই বদ্ধপরিকর, যারা আন্দোলন করে তাদের যেমন অধিকার আছে, আবার যারা প্রতিবন্ধকতার মুখে পড়ছেন তাদেরও অধিকার আছে প্রতিবন্ধকতার মুখে না পড়ার। সেটি আমরা নিশ্চিত করব।
এসময় তিনি চলমান এইচএসসি পরীক্ষা, রথযাত্রা ও আশুরাকে সামনে রেখে শিক্ষার্থীদের সড়ক অবরোধের মতো কর্মসূচি না দিতে আহ্বান জানান।