মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ   গ্রেপ্তারি পরোয়ানা যথেষ্ট নয়, নেতানিয়াহুর মৃত্যুদণ্ড চায় ইরান   আইপিএলের নিলামে নামই তোলা হয়নি সাকিবের    ইউরোপীয় ইউনিয়নভুক্ত ৮ দেশের প্রতিনিধিদের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ    নাট্যকার হিসেবে পুরস্কার পেলেন অপর্ণা রানী রাজবংশী   স্বর্ণের দাম কমলো   ইসরায়েলি নেতাদের মৃত্যুদণ্ডের দাবি ইরানের সর্বোচ্চ নেতার   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
শ্রীনগরে বেজগাঁও-কুকুটিয়া-নাগেরহাট সড়কের বেহাল দশায় ভোগান্তি
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ জুলাই, ২০২৪, ৪:০৩ পিএম | অনলাইন সংস্করণ

শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের সংযোগ সড়ক হিসেবে সুপরিচিত বেজগাঁও-কুকুটিয়া-নাগেরহাট রোডটি খানাখন্দে ভরে গেছে। শ্রীনগর উপজেলার বেজগাঁও এক্সপ্রেসওয়ে থেকে কুকুটিয়া হয়ে পার্শ্ববর্তী লৌহজং উপজেলার নাগেরহাট বাজার পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার সড়ক সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে। অনেকাংশে দেবে যাওয়ার পাশিপাশি খানাখন্দ আর অসংখ্য গর্তে ভরা প্রাধান সংযোগ সড়কটিতে যান চলাচল ব্যাহত হচ্ছে। বাড়ছে দুর্ঘটনার শঙ্কাও। স্থানীয়দের দাবি বেজগাঁও-কুকুটিয়া-নাগেরহাট সড়কটি সংস্কারের পাশাপাশি প্রসস্তকরণের। বাস্তবায়িত হলে এটিকে বাইপাশ রোড হিসেবে লৌহজং উপজেলার কনসার, নাগেরহাট, কাহেতারা, নয়নাকান্দাসহ ওই এলাকার গনগণের রাজধানীতে যাতায়াতের ক্ষেত্রে ১০/১২ কিলোমিটার সড়কের দূরত্ব কমে আসবে। 

সহজতম সড়কে পথচারীর দুর্ভোগ লাঘবের পাশাপাশি সময়ও বাঁচবে। একই সাথে শ্রীনগর উপজেলার কয়েকটি ইউনিয়নের জনসাধারণের লৌহজং উপজেলাসহ বিভিন্ন দিকে চলা ফেরায় বাড়তি সুবিধা হবে। এখন সরু সড়কে প্রাইভেটকার, মোটরসাইকেল, অটোরিক্সাসহ অন্যান্য হালকা যানবাহন চলাচল করলেও রাস্তা প্রসস্ত হলে এপথে মিনিবাস, লেগুনাসহ অন্যান্য গণপরিবহণ অনায়াসেই আসা যাওয়া করতে পারে। এখন এই অ লের বাসিন্দাদের অটোরিক্সায় করে ভেঙ্গে ভেঙ্গে শ্রীনগর বেজগাঁও এসে এক্সপ্রেসওয়েতে দীর্ঘ সময় অপেক্ষা করে গণপরিবহণ ধরে ঢাকা যাওয়া আসা করতে হচ্ছে। তবে বেজগাঁও-কুকুটিয়া-নাগেরহাট সরু সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না করার ফলে খানাখন্দে ভরা সড়কটি নাজুক হয়ে পড়ছে। দেখা গেছে, আকাবাঁকা সড়কে থাকা গর্তগুলো যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। এতে দুর্ঘটনা শঙ্কা প্রকাশ করেছেন পথচারীরা। কুকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল হোসেন বাবু বলেন, সড়কটি দুটি উপজেলার সহজতম যোগাযোগ মাধ্যম। প্রতিদিন এদিক দিয়ে অসংখ্য গাড়ি চলাচল করে। সড়কের অনেকাংশে পিচ উঠে বড় গর্তের সৃষ্টি হওয়ায় দুর্ভোগ বেড়েছে। এছাড়া কুকুটিয়া-সুরুদীয়া সেতুর দুই পাশের সড়কের অনেকাংশে দেবে গিয়ে বিপদজনক হয়ে উঠেছে। সড়কটি সংস্কার হলে জনসাধারণের দুর্ভোগ লাঘব হবে। 

এ ব্যাপারে শ্রীনগর উপজেলা (এলজিইডি) প্রকৌশলী মো. মহিফুল ইসলাম জানান, সড়কটি প্রসস্তকরণের জন্য বরাদ্দ আসলে পরিদর্শন করা হয়। আকাবাঁকা সড়কের দুই পাশে বিভিন্ন বসতবাড়ি ও স্থাপনা থাকার ফলে সড়ক প্রসস্তকরণের বিষয়টি বাতিল হয়। পরে সড়ক সংস্কারের জন্য মোটা করে আরসিসি কাজের প্রস্তাবনা পাঠানো হয়। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]