প্রকাশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ৬:৫১ পিএম | অনলাইন সংস্করণ
কোটাবিরোধী আন্দোলনকারীরা দেরিতে হলেও আদালতে যাওয়ায় স্বাগত জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। বলেছেন, রাস্তায় আন্দোলন-চেচামেচি-বকাবাদ্য করে সমস্যা নিরসন হবে না। সবকিছু আদালতের হাতে।
দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছেন, এটা সরকারের ব্যাপার না। এটা সর্বোচ্চ আদালতের কাছে আছে। সব পক্ষকে শুনে, সবদিক বিবেচনা করে আদালত সঠিক সিদ্ধান্তই দেবেন।
তিনি বলেন, যখন হাইকোর্টে এই মামলা চলে, তখন কোটাবিরোধী আন্দোলনকারীরা কোনো আইনজীবী নিয়োগ করেননি। তাদের বক্তব্যও তাই আদালতে উপস্থাপিত হয়নি। পরে সেটার রায় হয়ে যায়। যখন মামলাটি আপিল বিভাগে যায়, সেখানেও সোমবার পর্যন্ত কোনো আইনজীবী তারা নিয়োগ দেয়নি।
মন্ত্রী বলেন, আন্দোলনকারীরা আপিল বিভাগের মামলায় পক্ষভুক্ত হবার আবেদন করেছেন। আগামীকাল সেটির শুনানি হবে। এটাকে তিনি সঠিক সিদ্ধান্ত বলে উল্লেখ করেন।
সাংবাদিকরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি নিয়েও প্রশ্ন করেন। উত্তরে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন একবাক্যে, মুক্ত মানুষকে মুক্তি দেয়ার কী আছে?
ভোরের পাতা আরএস