প্রকাশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ৪:৫৬ পিএম | অনলাইন সংস্করণ
বিনা অনুমতিতে, এমনকি নির্বাহী প্রকৌশলীর স্বাক্ষর জাল করে নগরীর সড়ক কাটছে ওয়াসা। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা দক্ষিল সিটি করপোরেশনের মেয়র ফজলে নুর তাপস।
মঙ্গলবার (৯ জুলাই) সকালে রাজধানীর আজিমপুরে নবনির্মিত আধুনিক মার্কেটের দোকান হস্তান্তর অনুষ্ঠানে এমন ক্ষোভের কথা জানান দক্ষিণের মেয়র।
এ সময় তিনি বলেন, ভরা বর্ষা মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে এভাবে সড়ক খোড়াখুড়ির কারণে নগরবাসী পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। এ বিষয় ব্যবস্থা নিতে গণপূর্ত মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ জানানো হবে বলে জানান তাপস।
এ সময়, ঠিকাদারকে কালো তালিকাভূক্ত করার কথাও বলেন মেয়র। এবার যথাযথ তদারকির কারণে ডেঙ্গু নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেন দক্ষিণ সিটির এই মেয়র।
ভোরের পাতা আরএস