প্রকাশ: রোববার, ৭ জুলাই, ২০২৪, ৭:৩২ পিএম | অনলাইন সংস্করণ
ময়মনসিংহ ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহ হয়ে জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার পোনে ২ ঘন্টা পর স্বাভাবিক হয় ঢাকা ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল।
এর আগে ট্রেন বিকল হওয়ার ফলে রবিবার সকাল দশটা থেকে পোনে ১২টা পর্যন্ত দীর্ঘ পোনে ২ ঘন্টা বন্ধ থাকে ঢাকা- ময়মনসিংহ জামালপুর ও মোহনগঞ্জ রেলপথে ট্রেন চলাচল।
এতে চরম দুর্ভোগের পড়ে এই রেল পথের যাত্রীরা।
এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিন্ডেন্ট মোঃ নাজমুল হক খান জানান তিস্তা একপ্রেস ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে এক কিলোমিটার সামনে আসার পর ট্রেনের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। পরে ট্রেনটি পিছিয়ে নিয়ে গফরগাঁও রেলস্টেশনে রাখা হয়। খবর পেয়ে তাৎক্ষণিক ময়মনসিংহ রেলওয়েষ্টেশন থেকে দ্রুতগতিতে ট্রেনের একটি ইঞ্জিন গফরগাঁওয়ের উদ্দেশ্য ছেড়ে যায়।
পরে বিকল হওয়া ইঞ্জিনটি সরিয়ে ময়মনসিংহ থেকে পাঠানো ইঞ্জিন তিস্তা ট্রেনে যুক্ত করে গফরগাঁও থেকে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসে। আধা ঘন্টা ধরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।