শনিবার ৪ জানুয়ারি ২০২৫ ২০ পৌষ ১৪৩১

শিরোনাম: বিপিএলের ঢাকা পর্ব শেষে পয়েন্ট তালিকা   ভারত যাচ্ছেন আরও ৫০ বিচারক   তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল   সারা দেশে জনসংযোগ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন   নায়িকা অঞ্জনা মারা গেছেন, এফডিসিতে জানাজা আজ   যেসব কারণে আয় বেড়েছে মোংলা বন্দরে   ২০২৪ সালে সড়কে নিহত ৮৫৪৩, আহত ১২৬০৮   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
কোটা বিরোধী আন্দোলনে উত্তাল জাবি, ২ ঘন্টা মহাসড়ক অবরোধ
সাভার প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুলাই, ২০২৪, ৭:৩১ পিএম | অনলাইন সংস্করণ

আজ রোরবার সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখাসহ চার দাবিতে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক আজও অবরোধ করায় দুই ঘন্টা বন্ধ থাকে সব ধরনের যান চলাচল। অবরোধে কারণে মহাসড়কের দুই পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। যানবাহনের ভেতরে প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। নারী ও শিশুদের পোহাতে হয় দুর্ভোগ। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে শেষ হয়।

এরপর সকাল এগারটা থেকে একটা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে তারা।

বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার যুগ্ম আহ্বায়ক তৌহিদ সিয়াম বলেন, বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় করেই এ কর্মসূচি পালন করা হচ্ছে।

এর আগে শিক্ষার্থীরা একই দাবিতে গত চার দিন যথাক্রমে ১০ মিনিট, ২০ মিনিট, এক ঘণ্টা ৪০ মিনিট ও ৩৫ মিনিট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে–২০১৮ সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে (সকল গ্রেডে) অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে। সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কথা বিবেচনা করতে হবে। সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না। কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে। দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

অবরোধের সময় বক্তব্যে ছাত্ররা বলেন, চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। দুই ঘন্টা মহাসড়কে অবস্থানের পর অবরোধ তুলে নেয় কোটা বিরোধী আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা। 

এর আগেও চারদিন মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]