প্রকাশ: বুধবার, ৩ জুলাই, ২০২৪, ৫:০৫ পিএম | অনলাইন সংস্করণ
নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় বিএনপি ও যুবদল নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে রাতভর তল্লাশি চালিয়েছে পুলিশ। এ ঘটনায় একজন বিএনপি নেতাকে আটক করেছিল পুলিশ।
এদিকে বিএনপি ও যুবদল নেতাকর্মীদের বাড়িতে তল্লাশি এবং আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রায়পুরা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হযরত আলী ভুঁইয়া। তিনি বলেন, 'রাতভর বিএনপি ও যুবদল নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশ যেভাবে তল্লাশি চালিয়েছে তা নজিরবিহীন।
তাছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক কর্মী অভিযোগ করেন- আমাদের নেতাকর্মীরা কেউ রাতে বাড়ি ঘরে থাকতে পারছেন না। পুলিশ বিএনপি নেতা উসমান মিয়া, বিএনপি নেতা মাহমুদুল হোসেন, যুবদল নেতা জাহিদুল হক মোমেন, যুবদল নেতা আশিকুর রহমান সহ অসংখ্য বিএনপি ও যুবদল নেতাকর্মীদের বাড়ি তল্লাশি চালিয়ে আতংক ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে।
এসময় বিনা কারণে কয়েকজন যুবদল নেতাকর্মীকে আটক করে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা বলেন, এটা নিয়মিত অভিযানের অংশ।