প্রকাশ: বুধবার, ৩ জুলাই, ২০২৪, ২:৫৩ পিএম আপডেট: ০৩.০৭.২০২৪ ২:৫৮ পিএম | অনলাইন সংস্করণ
দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাস কক্ষে বিচার চলাকালে অসুস্থ হয়ে পড়েছেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম।
আজ বুধবার (৩ জুলাই) সকাল ৯টা ১৫ মিনিটে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চে বিচারকাজ শুরু হয়। এই বেঞ্চের সদস্য বিচারপতি হিসেবে বিচার করছিলেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন। সকাল পৌনে ১০টার দিকে বিচারকালে অসুস্থ হয়ে পড়েন বিচারপতি জাহাঙ্গীর হোসেন।
এসময় প্রধান বিচারপতিসহ বেঞ্চের অন্য বিচারপতিরা বিচারকাজ মুলতবি রেখে খাসকামরায় চলে আসেন। পরে সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে দ্রুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নিয়ে যান।
অসুস্থ বিচারপতিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বেঞ্চ অফিসার মোহাম্মদ খায়রুল আলম লিটন
ভোরের পাতা ডেস্ক