প্রকাশ: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ৯:০৪ পিএম | অনলাইন সংস্করণ
সাভারে কিশোর গ্যাং নেতার চাকুর আঘাতে আহত হয়েছে আপন দুই ভাই ইলিয়াস ও জুবায়ের। আহত দুই ভাইকে মুমুর্ষ অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
এ ঘটনায় এলাকাবাসী ওই কিশোর গ্যাং নেতা রিফাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
ঢাকার সাভারের জালেশ্বর এলাকায় সোমবার দিবাগত রাত প্রায় নয়টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হোটেল ব্যবসায়ী খোকনের ছেলে রিফাতের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে তর্ক হয় জুবায়েরের। এক পর্যায়ে রিফাত তার কাছে থাকা সুইচ গিয়ার নামক চাকু দিয়ে জুবায়েরকে আঘাত করতে থাকে।
জুবায়েরের বড় ভাই ইলিয়াস এগিয়ে এলে তাকেও চাকু দিয়ে আঘাত করে রিফাত। এ সময় রিফাতের বাবা খোকনও ঝগড়ায় জড়িয়ে পড়ে সহোদর দুই ভাইকে মারধোর করে।
এ ঘটনায় আজ (মঙ্গলবার) দুপুরে রিফাতকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ জামান বলেন, গতরাতেই আসামিকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।