প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ১০:৩৩ পিএম | অনলাইন সংস্করণ
টাঙ্গাইলের ধনবাড়ীতে দশম শ্রেণী পড়ুয়া স্কুল ছাত্রীকে বাল্য বিয়ের দায়ে কনের পরিবারকে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭ এ নগদ পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দশ দিনের জেল দেয়া হয়। পরে বাল্য বিয়ের অপরাধে কনের পরিবার পাঁচ হাজার টাকা জরিমানা দেন।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাহ ফাতেহা তাকমিলা থানা পুলিশ সাথে নিয়ে কনের বাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।
ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাহ ফাতেহা তাকমিলা জানান, উপজেলার বীরতারা ইউনিয়নের বাজিতপুর(শ্যামলার চর) গ্রামের এছাহাক আলীর এছা’র স্কুল পড়–য়া কিশোরী মেয়ে চরপাড়া মোহাম্মদ আলী মাধ্যমিক বিদ্যালয় এর দশম শ্রেণীর ছাত্রী মোছা: সুরমা(১৫) কে একই ইউনিয়নের পাঁচনখালী(রাজারহাট) গ্রামের জনৈক এর ছেলে রোকন মিয়া’র সাথে বুধবার(২৬ জুন) সন্ধ্যায় ধুমধামের সাথে বাল্য বিবাহের আয়োজন করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বাল্য বিয়ের বিষয়টি জানতে পেরে অভিযান পরিচালনা করে কনে পক্ষের বাড়ীতে বিয়ের আনুষ্ঠানিকতা পাওয়া যায়। আমাদের উপস্থিতি টের পেয়ে কনে ও বর’কে অন্যত্র সরিয়ে রাখে। এসময় স্থানীয় সাব-কাজী মনিরুজ্জামান ও স্থানীয় মৌলভী আবুল হোসেন সহ বর পক্ষের লোকজন পালিয়ে যায়।
স্কুল পড়ুয়া মেয়েকে বাল্য বিয়ে দেয়ার অপরাধে কনের পরিবার কে বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭ এ নগদ পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দশ দিনের জেল দেয়া হয়। পরে বাল্য বিয়ের অপরাধে কনের পরিবার পাঁচ হাজার টাকা জরিমানা দেন।