প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ৯:০১ পিএম | অনলাইন সংস্করণ
শরীয়তপুর সদর উপজেলার কাগদী গ্রামে একটি মামলায় জামিনে বের হয়ে বাদীর ওপর হামলা কুপিয়া আহত করা হয়েছে । বুধবার (২৬ জুন) দিবাগত রাত আড়াই টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় মামলার বাদী লায়লা আক্তার পিংকি গুরুতর আহত হয়েছে। এঘটনায় ওই রাতে ৪জনকে আটক করেছে পালং থানা পুলিশ।
জানাগেছে, দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে তাজুল ইসলাম মল্লিকদের সঙ্গে একই এলাকার চান মিয়া কাজীর বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় ২২ জুন শনিবার সকালে চানমিয়া কাজীর নেতৃত্বে মোস্তফা কাজী, ফারুক কাজী, সুমন কাজী, সাইদুল কাজী, আনিছ উদ্দিন মল্লিক, শাজাহান মল্লিক, রুস্তম সহ ২০/২৫ জন অতর্কিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। হামলাকারীরা ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকা, ৬ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, মোবাইল লুটপাট করে নিয়ে যায়। এসময় তাদেরকে বাঁধা দেয়ায় মমতাজ বেগম, রাকিব মল্লিক, পারুল বেগম, লিমন মল্লিক গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তাজুল ইসলাম মল্লিকের স্ত্রী লায়লা আক্তার পিংকি বাদী হয়ে পালং মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে। এই মামলায় জামিনে বের হয়ে বাদী পিংকিকে জীবননাশের হুমকি দেয় আসামীরা। হুমকির বিষয়ে ফের থানায় সাধারণ ডায়েরী করেন ওই বাদী। এতে ক্ষিপ্ত হয়ে বুধবার (২৬ জুন) দিবাগত রাত আড়াই টার দিকে
মামলার আসামীরা বাদীর বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করে। এসময় হামলাকারীরা বাদী পিংকিকে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা পিংকিকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৪ জনকে আটক করে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এব্যাপারে আহত লায়লা আক্তার পিংকি বলেন, চান মিয়া কাজী গং দীর্ঘদিন ধরে আমাদের বাড়িঘর দখলের চেষ্টা চালিয়ে আসছে। গত শনিবার আমাদের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা, লুটপাট ভাঙচুর করেছে। নগদ টাকা, স্বর্ণ নিয়ে যায়৷ আমাদের ৪ জনকে কুপিয়ে জখম করেছিলো। এ ঘটনায় আমি বাদী হয়ে থানায় মামলা করলে তারা জামিনে বের হয়ে ফের আমাদের জীবনাশের হুমকি দিলে সাধারণ ডায়েরী করি। এতে ক্ষিপ্ত হয়ে বুধবার (২৬ জুন) দিবাগত রাত আড়াই টার দিকে আমার উপর হামলা করে। আমরা তাদের বিচার চাই।
এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
পালং মডেল থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।