প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ৮:২৮ পিএম | অনলাইন সংস্করণ
আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে এসে, আম বাগান ঘুরে গেলেন, ঢাকাস্থ বিভিন্ন দেশের রাষ্টদূতরা। রাষ্টদূতদের এ দেশের আম ও আম সংস্কৃতি সম্পর্কে ধারণা দিতেই এ ম্যাংগো ট্যুরের আয়োজন করে কৃষি মন্ত্রনালয়। এর মাধ্যমে দেশের আম রপ্তানী আরো গতি পাবে বলে আশা সংস্লিষ্টদের।
কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদের নেতৃত্বে অষ্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, স্পেন, সিঙ্গাপুরসহ বেশ কয়েকটি দেশের দেশের রাষ্ট্রদূতরা বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কান্দবোনা গ্রামে একটি আম বাগান পরিদর্শন করেন।
এসময় কৃষি মন্ত্রী ড. আব্দুস শহীদ বলেন, আম রপ্তানীতে বৃদ্ধিতে কাজ করছে সরকার। আমাদের দেশের আমের ব্যান্ডিং করার লক্ষ্যেই বিভিন্ন দেশের রাষ্টদূতদের আম বাগান পরিদর্শনে নিয়ে আসা। তারা নিজ চোখে দেখে সুপারিশ করবে, এতে আম রপ্তানি আরো বাড়বে, যা আমাদের অর্থনীতিতেও ভুমিকা রাখবে।
এসময় তাদের সাথে ছিলেন, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো: আব্দুল ওয়াদুদ এমপি, কৃষিসচিব ওয়াহিদা আক্তার, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান শেখ মো বখতিয়ারসহ কৃষি, বানিজ্য ও পররাষ্ট মন্ত্রনালয়ের কর্মকর্তরা।
এ ম্যাংগো ট্যুরের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জে ম্যাংগো ট্যুরিজম ও দেশের আম রপ্তানীতে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলে মনে করছেন চাঁপাইনবাবগঞ্জের আম উদ্যোক্তরা।