মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও অটোরিকশার ২ চালক নিহত   চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর   পাকিস্তানে ইমরান সমর্থকদের সঙ্গে সংঘর্ষে পুলিশসহ নিহত ৫, সেনা মোতায়েন   বঙ্গবন্ধু রেলসেতুতে পরীক্ষামূলকভাবে চলল ট্রেন   কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত   আগামী ৭ দিন জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা   লেবাননে ইসরায়েলি হামলায় একদিনে ৩১ জন নিহত   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
নড়িয়ায় চাঞ্চল্যকর আকলিমা হত্যার আসামী গ্রেফতার
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ জুন, ২০২৪, ৬:৩১ পিএম | অনলাইন সংস্করণ

শরীয়তপুর নড়িয়া উপজেলায় চাঞ্চল্যকর আকলিমা হত্যার এক সপ্তাহের  মধ্যে আসামীকে গ্রেফতার করে রহস্য উদঘাটন করেছেন পুলিশ।

বুধবার ২৬ জুন সকাল সাড়ে ১০ টায় পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে জেলার কর্মরত সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন শরীয়তপুর জেলা পুলিশ সুপার মাহবুবুল আলম (পিপিএম)।

হত্যাকান্ডের শিকার আকলিমা নড়িয়া উপজেলার পশ্চিম লোনসিং গ্রামের অটোচালক কালু মালের স্ত্রী এবং হত্যাকারী পারভেজ ঢাকা যাত্রাবাড়ী থানাধীন মোঃ আলী হোসেনের ছেলে। হত্যাকারী পারভেজ আকলিমার দুঃসম্পর্কের আত্মীয় হয় বলে জানিয়েছে পুলিশ।

এসময় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ১৬ জুন ২০২৪ তারিখে নড়িয়া থানার পশ্চিম লোনসিং গ্রামের মোসা:আকলিমা বেগম নামে মধ্য বয়সী এক মহিলা নৃশংস ভাবে হত্যা কান্ডের শিকার হন। কুরবানির আগের দিন এরকম একটা ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা জেলা পুলিশের একটি টিম, ডিবির একটি টিম ও নড়িয়া থানার একটি টিম, ক্রাইম সিন কভার করি। ক্রাইম সিনটা আমরা পরামর্শ  করার পর, যে জিনিসটা জানতে পারলাম, এটা একটা অজ্ঞাত হত্যা ছিল। হত্যার ধরণ এবং আশে পাশে যে সাক্ষ্য ছিল। বিশেষ করে যিনি হত্যাকান্ডের শিকার হয়েছেন তার স্বামী এবং তার মেয়ের সঙ্গে কথা-বার্তা বলে, আমরা একজনকে সন্দেহ করি। এবং তার পেছনে আমাদের টিম গুলো কাজ করে। পরবর্তীতে তাঁকে জিজ্ঞেসাবাদের একটা সময়ে সে সব কিছু আমাদের কাছে শিকার করে। এবং হত্যাকান্ড সংক্রান্ত যে অস্ত্র ব্যবহার করা হয়েছিল সেটা আমরা উদ্ধার করেছি এবং হত্যার পরে রক্তমাখা গেঞ্জি আমরা তার ঢাকার বাড়ি যাত্রাবাড়ী থেকে তা উদ্ধার করেছি। এছাড়াও মহিলার যে কানের দুল, নাক ও গলার স্বর্ণালঙ্কার তিনি যে দোকানে বিক্রি করতে গিয়েছিলেন, সেই দোকানদারের কাছে আমরা গিয়েছি। তিনি আমাদের সাক্ষ্য দিয়েছেন যে, আমার কাছে অলংকার গুলো বিক্রি করতে এসেছিল। কাগজপত্র না থাকায় আমি ওগুলো কিনি নাই। পরবর্তীতে প্রত্যেকটি ঘটনা এবং তাঁর যে বক্তব্য এগুলো আমরা পরম্পরা মিলিয়ে নিশ্চিত হয়েছি যে,হত্যাকান্ডটি সেই করেছে। এর আগে এই হত্যাকারি আরও একটি মহিলাকে একইভাবে ২০১৬ সালে হত্যা করেছে এবং আমাদের সার্বিক বিবেচনায় যেটা মনে হয়েছে। সে একজন সিরিয়াল কিলার। পাশাপাশি তার বিরুদ্ধে চুরির এবং মাদকের একাধিক মামলা রয়েছে। হত্যাকারীর নাম পারভেজ তিনি গতকাল আদালতে শিকারউক্তি মূলক জবানবন্দি দিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), তানভীর হায়দার শাওন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আদিবুল ইসলাম (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আহসান হাবীব প্রমুখ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]