প্রকাশ: সোমবার, ২৪ জুন, ২০২৪, ৩:৪০ পিএম | অনলাইন সংস্করণ
চারদিনের সফরে জুলাইয়ে চীনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮ থেকে ১১ জুলাই পর্যন্ত হবে প্রধানমন্ত্রীর চীন সফর। সোমবার (২৪ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চীনের কম্যুনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানশাও-এর সাথে সাক্ষাৎ শেষে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
পররাষ্ট্রমন্ত্রী জানান, দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে এবং বিনিয়োগ আরো বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। লিউ জিয়ানশাও-এর সাথে আলোচনায় এসব বিষয়গুলোও উঠে এসেছে। জানান, প্রধানমন্ত্রীর এই সফরে বাণিজ্য, বিনিয়োগ, ব্রিকসে বাংলাদেশের অন্তর্ভূক্তির বিষয়টি গুরুত্ব পাবে।
এ সময় লিউ জিয়ানশাও বলেন, এই সফর ঢাকা-বেইজিংয়ের মধ্যে কয়েকটি চুক্তি সই হতে পারে। এসব চুক্তির বিষয়ে দুই দেশের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
ভোরের পাতা /আরএস