শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৭ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: মুক্তি পেল মমতা ব্যানার্জিকে নিয়ে নির্মিত ছবি   চোখের সেবা সম্প্রসারণে অরবিসের সঙ্গে কাজ করতে আগ্রহী বাংলাদেশ: ইউনূস   টানা দুই ওভারে ২ উইকেট শিকার তাসকিনের   দ্বিতীয় ধাপে সাংবাদিকদের সঙ্গে সংস্কার কমিশনের মতবিনিময় শনিবার   একঝাঁক তারকার সঙ্গে ‘দরদ’ দেখবেন শাকিব   বুশরা বিবির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি   ৯৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিলো ঢাকা বিশ্ববিদ্যালয়   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
শরণখোলায় সাংবাদিক পরিবারের জমি দখলের অভিযোগ
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ জুন, ২০২৪, ৪:১৯ পিএম | অনলাইন সংস্করণ

বাগেরহাটের শরণখোলায় সাংবাদিক নইন আবু নাঈম তালুকদারের জমি দখল করে আছে ভূমি দস্যু।  ৯ নং রায়েন্দা মৌজার সাংবাদিকের বাবার ২৭.৫ শতক জমি জোর জুলুম করে দখল করার অভিযোগ পাওয়া গেছে। গত ১৬ মে বৃহস্পতিবার সকালে উপজেলার রায়েন্দা বাজারের বাসিন্দা মৃত আলহাজ্জ্ব সুলতান তালুকদারের পুত্র মোঃ রুহুল আমিন তালুকদারের ভোগদখলীয় জমি জোর করে কদমতলা গ্রামের বাসিন্দা মৃত হাসেন আলী হাওলাদারের পুত্র এলাকায় দখলবাজ খ্যাত মোঃ রুহুল আমিন হাওলাদার দখল করে নেয়।

লিখিত অভিযোগে তিনি জানান, শরণখোলা উপজেলার ৯ নং রায়েন্দা মৌজার এসএ ৫৩৪/৯৪৭ নং খতিয়ানের ২৭.৫ শতক জমি ১৯৯৪ সালে মৃত হাসেন আলী হাওলাদারের পুত্র আমির আলী হাওলাদারের কাছ থেকে ১৪ শতক এবং রায়েন্দা বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা ইউসুফ আলী হাওলাদারের পুত্র রুহুল আমিন হাওলাদার ও তার স্ত্রী মোসাঃ তাসলিমা খাতুনের কাছ থেকে ১৩.৫ শতক  জমি রেজিস্ট্রিকৃত কবলা করেন। কিন্তু জমিটি রুহুল আমিন হাওলাদারের বসতবাড়ী সংলগ্ন এলাকায় হওয়ায় দখলবাজ রুহুল আমিন হাওলাদার তার ছেলে আরিফুল ইসলাম প্রিন্স, কণ্যা শান্তি ও লাইজু আক্তারের সহযোগীতায় বিভিন্ন সময় গাছপালা কেটে নেয় এবং গাছ কাটতে বাধা দিলে তারা আমাকে ও আমার পুত্র নাঈম, নবীন, রুমান, রুবেল ও আব্দুল্লাহ কে গালিগালাজসহ দেখে নেয়ার হুমকি দেয়। এমনকি তার পুত্র আরিফুল ইসলাম প্রিন্স আমার বড় ছেলে সাংবাদিক নইন আবু নাঈমকে ফেসবুক আইডির মাধ্যমে অশ্বীল ভাষায় কটুক্তি করে। 

এ ঘটনায় রুহুল আমিন তালুকদার জমি দখলমুক্ত করতে বাগেরহাটের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার ইনচার্জ শরণখোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।  
 
এ ব্যাপারে রুহুল আমিন হাওলাদার বলেন, আমি কারো জমি দখল করি নাই। আমার নিজের জমিতেই আমি আছি। যারা অভিযোগ করেছেন তারা কোনো জমি পাবে না।  



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]