প্রকাশ: রোববার, ২৩ জুন, ২০২৪, ৩:৫১ পিএম | অনলাইন সংস্করণ
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেস মেকার বসানোর কাজ চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার (২৩ জুন) সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখেছেন। তাই খালেদা জিয়ার সাজা স্থগিত রেখে তাকে মুক্তি দেয়া হয়েছে। খালেদা জিয়াকে বিদেশে নেয়ার বিষয়ে নতুন কোনো আবেদন নেই। তাছাড়া, বিদ্যমান আইনে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় দুর্নীতির সংবাদ প্রকাশ প্রসঙ্গে আইনমন্ত্রী আরও বলেন, সুনির্দিষ্ট তথ্য থাকলে সংবাদ করতে সমস্যা নেই। তবে মিথ্যা তথ্যে কাউকে হয়রানি করা ঠিক হবে না। যুদ্ধাপরাধের বিচার নিয়ে ব্রিটিশ সুপ্রিম কোর্টের আদেশ একপেশে বলেও মন্তব্য করেন তিনি।
ভোরের পাতা /আরএস