প্রকাশ: শনিবার, ২২ জুন, ২০২৪, ১২:৩৮ পিএম | অনলাইন সংস্করণ
রংপুরের গংগাচড়া উপজেলার মহিপুরের তিস্তা শেখ হাসিনা সেতুতে ফাটল দেখা দিয়েছে। শুক্রবার (২১ জুন) বিকেলে সেতুর দুই স্থানে ফাটল দেখা দেওয়ার পর প্রায় আধা ঘণ্টা যানজটের সৃষ্টি হয়েছিল।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুর দুই স্থানে ফাটল দেখা দিয়েছে। দুই স্থানে ওঠে গেছে কার্পেটিং।
স্থানীয়রা বলছেন অতি দ্রুত এ নির্মাণ করা না হলে যেকোন সময় আরো বড় ধরনের ক্ষতি হতে পারে।
পথচারীরা জানান, যেকোনো সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে সেতুতে। সেতুটি ভেঙ্গে পড়লে রংপুরের সাথে লালমনির যোগাযোগ একেবারে বন্ধ হয়ে যাবে। এতে ভোগান্তিতে পড়বে প্রায় ২০ লাখ মানুষ।
বড় বড় দশচাকার ট্রাক ও বাস চলাচলের কারণে এ ফাটল দেখা দিয়েছে। দ্রুত এর সংস্কার দাবি করেন তারা।
ঘটনার পর প্রশাসনের কর্মকর্তারা সেতু পরিদর্শন করেন। ফাটলের দুই পাশে লাল পতাকা দিয়ে চিহ্ন দিয়েছে তারা।
তবে এখন পর্যন্ত কোনো সংস্কারের উদ্যোগ গ্রহণ করেনি।