রোববার ২৪ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়   দুই দিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম   প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই প্রিয়াঙ্কার বাজিমাত   রাউজানে গোলাগুলি-সংঘর্ষ বন্ধের দাবিতে নারীদের সংবাদ সম্মেলন   টেকনাফে ট্যাংক বিধ্বংসী রকেট হিট ও ফিন অ্যাসেম্বলি উদ্ধার   ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন   ইরানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ২৬   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
পুলিশ ফাঁড়িতে আইনজীবীকে পেটানোর অভিযোগ
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ জুন, ২০২৪, ১০:৪৫ এএম | অনলাইন সংস্করণ

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামের বিরুদ্ধে এক আইনজীবীকে মারধরের অভিযোগ উঠেছে। শহরের দড়াটানাসংলগ্ন এলাকায় রোববার (৯ জুন) রাত ১০টার দিকে কসবা পুলিশ ফাঁড়ির ভেতরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আইনজীবীর নাম মোস্তাফিজুর রহমান। তিনি যশোর নারী, শিশু ও মানব পাচার ট্রাইব্যুনাল-২-এর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি)। এ বিষয়ে সোমবার (১০ জুন) বিকেলে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত অভিযোগ করেছেন মোস্তাফিজুর রহমান।

লিখিত অভিযোগে বলা হয়েছে, শহরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কের ফুটপাতে শাহীন নামের এক ব্যক্তিকে একটি টেবিল দিয়ে দোকান বসিয়ে দেন শহিদুল ইসলাম। বিষয়টা নিয়ে স্থানীয় ব্যবসায়ীরা সংঘর্ষে জড়ান। ওই বিষয়টি মীমাংসার জন্য রোববার রাত ১০টার দিকে শাহীনসহ কয়েকজনকে কসবা ফাঁড়িতে ডেকে নিয়ে যায় পুলিশ। সেখানে পিপি মোস্তাফিজুরকেও ডাকা হয়। কথাবার্তা চলছে এর মধ্যে ১০ থেকে ১৫ জনকে নিয়ে ফাঁড়ির ভেতরে প্রবেশ করেন শহিদুল ইসলাম। ‘পুলিশের দালালিগিরি করিস’ বলে শহিদুল ইসলাম মোস্তাফিজুর রহমানকে চড়থাপ্পড় দেন।

যোগাযোগ করা হলে মোস্তাফিজুর রহমান বলেন, ‘জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম ১০-১৫ জন মাস্তান নিয়ে কসবা ফাঁড়ির ভেতরে ঢুকে পরিদর্শক রেজাউল ও উপপরিদর্শক হেলালের সামনে আমাকে কিলঘুষি দিয়ে গালিগালাজ করেছেন। এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।’

যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তজা বলেন, ‘আইনজীবী মোস্তাফিজুর রহমানের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি যাচাই–বাছাই করে দেখা হচ্ছে। আইনজীবীর গায়ে হাত তোলার অভিযোগ সত্য হলে আমরা অ্যাকশনে যাব।’

এ বিষয়ে জানার জন্য কসবা পুলিশ ফাঁড়ির পরিদর্শক রেজাউল ইসলামের মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি। তবে যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কের ফুটপাতে এক ব্যবসায়ীকে নতুন করে বসানো নিয়ে সংঘর্ষ হয়। সেটা মীমাংসার জন্য ফাঁড়িতে কয়েকজন ডাকা হয়। সেখানে মোস্তাফিজুর রহমান ও শহিদুল ইসলামের মধ্যে কোনো ঝামেলা হয়েছে কি না, তা জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।’

এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম বলেন, ‘ফুটপাতে টেবিল বসিয়ে আইনজীবী মোস্তাফিজুর রহমানসহ কয়েকজন আইনজীবী টাকা তোলেন। সেখানে আমি একজনের একটা টেবিল বসিয়ে দিয়েছি। সেটা কোনোভাবে বসাতে দেবেন না মোস্তাফিজুর রহমান। সে আমার ওই ছেলেকে পুলিশ দিয়ে ফাঁড়িতে ডেকে নিয়ে মার খাওয়াইছে। এ জন্য আমি ওই ফাঁড়িতে গিয়ে মোস্তাফিজুরকে দেখে গালিগালাজ করেছি। কিন্তু মারধর করিনি।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]