আ.লীগ নেতা শেখর কুমার হত্যাকাণ্ড : আসামিদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
প্রকাশ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ৭:৩১ পিএম আপডেট: ১১.০৬.২০২৪ ৭:৪৭ পিএম | অনলাইন সংস্করণ
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার ৪নং আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক বাবু শেখর কুমার শিকদার হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার ৪নং আটঘর কুড়িয়ানা ইউনিয়নের সর্বস্তরের জনগণ এ কর্মসূচি পালন করেন।
দিলীপ কুমার শিকদারের সভাপতিত্বে ও স্বপন দেউড়ির সঞ্চালনায় উক্ত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন-মনমতশীল, বাবু অরূপ কুমার শিকদার-আইন বিষয়ক সম্পাদক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, মালা রানী মণ্ডলসহ অন্যরা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- বাবু শেখর কুমার শিকদারের আত্মার শান্তির জন্য হলেও তার খুনিদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং বাংলাদেশের প্রচলিত আইনে বিচার হবে। বাবু
অরূপ কুমার শিকদার তার বক্তব্যে বলেন- আসামিপক্ষের লোকজন উচ্চ আদালত থেকে
জামিনে এসে বাদী পক্ষকে ভয় ভীতিসহ জীবননাশের প্রচেষ্টা চালাচ্ছে। যার কারণে বাদীপক্ষ নিরাপত্তাহীনতায় ভুগছে। বাদীপক্ষ প্রশাসনের কাছে দাবি জানায়, আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হোক।
উল্লেখ্য, বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদারসহ তার সহযোগী সন্ত্রাসীদের হাতে চলতি বছরের ৩০ জানুয়ারি সকাল ১০টায় প্রকাশ্যে কুড়িয়ানা বাজারে খুন হন বাবু শেখর কুমার শিকদার
ভোরের পাতা /আরএস