প্রকাশ: সোমবার, ১০ জুন, ২০২৪, ৮:৩৯ পিএম | অনলাইন সংস্করণ
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাজীপুর জেলা প্রশাসন কর্তৃক সম্পাদনায় "শিশু মননে বঙ্গবন্ধু" শীষর্ক বইটি বিতরণ করা হয়।
এ উপলক্ষে আজ সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে কাপাসিয়া উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।
কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিআর ডি বি অফিসার দিলারা জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. আমানত হোসেন খান, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রিফাত নুর মৌসুমি , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আব্দুস সালাম, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, সিনিয়র মৎস্য কমর্কতা আসরাফুল আলম, উপজেলা প্রাণী সম্পদ কমর্কতা।