প্রকাশ: শনিবার, ৮ জুন, ২০২৪, ৯:৩৪ পিএম | অনলাইন সংস্করণ
জাজিরার বিলাসপুরে ইউপি সদস্য জামাল খানের বাড়িঘর জ্বালিয়ে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ইউপি চেয়ারম্যান কুদ্দুস বেপারীর বিরুদ্ধে
গতকাল শুক্রবার (৭-জুন) বর্তমান চেয়ারম্যান আ: কুদ্দুস বেপারির ছোট ভাই সিদম বেপারীকে মারধর করার প্রতিবাদে রাত প্রায় ১টা বাজে পুড়িয়ে দেয়া হয় প্রতিপক্ষের জামাল মেম্বারের ৪টি বসতঘর ও ২টি রান্নাঘর। ঘরের পাশাপাশি আগুনে গাছপালা ও হাস মুরগিও পুড়ে গিয়েছে। যা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করছে উভয় পক্ষ।
ভুক্তভোগী মেম্বার জামাল খানের পরিবারের অভিযোগ চেয়ারম্যান আ: কুদ্দুস বেপারির ভাই নুরুল ইসলাম বেপারিসহ তাদের লোকজন গিয়ে বোমা ফাটিয়ে এলাকা আতঙ্ক সৃষ্টি করে, বাড়িতে থাকা মহিলাদের মারধর করে পেট্রোল ছিটিয়ে পুড়িয়ে দেয় তাদের ৬টি ঘর।
অন্যদিকে চেয়ারম্যান আ: কুদ্দুস বেপারির দাবী তারা নিজেরাই নিজেদের ঘর পুড়িয়ে দিয়ে তাদের দিকে অভিযোগ তুলছে।
বিলাসপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য জামাল খান এর বাড়িতে শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ৪টি বসত ঘর ও ২টি রান্নাঘরসহ ৬টি ঘর পুড়ে নিঃস্ব হয়ে যাওয়ায় তার মা হাজেরা বেগম ও তার পরিবারের কয়েকজন মহিলা আর্তনাদ করে কান্নাকাটি করছেন। ঘটনার খবর পেয়ে
পরিদর্শনে যান শরীয়তপুর জেলার পুলিশ সুপার (এসপি) মো: মাহবুবুল আলম।
পুলিশ সুপার (এসপি) মো: মাহবুবুল আলম জানান, চেয়ারম্যান আ: কুদ্দুস বেপারির ভাই সিদম বেপারীকে মারধরের জেরেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। প্রাথমিকভাবে আমরা বিলাসপুর থেকে ১৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। মামলার প্রস্তুতি চলছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে জাজিরা উপজেলার বিলাসপুরে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বেপারী ও অপরাজিত চেয়ারম্যান প্রার্থী জলিল মাদবর গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরে বোমার আঘাতে উভয় গ্রুপের দুইজন নিহতের ঘটনাও ঘটে।