প্রকাশ: শনিবার, ৮ জুন, ২০২৪, ৭:৪৮ পিএম | অনলাইন সংস্করণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ- এ বিশুদ্ধ পানির উপযুক্ত এবং সর্বোচ্চ ব্যবস্থাপনা "রিভার্স অসমোসিস" পদ্ধতিতে পানি সরবরাহের ব্যবস্থা থাকলেও, তীব্র গরমে সেই পানির সুফল ভোগ করতে পারছেন না সংশ্লিষ্টরা।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, ৫ টি হল এবং লাইব্রেরিতেও রয়েছে উক্ত পানির ব্যবস্থা। তবে, চলমান তীব্র তাপদাহ ছাড়াও স্বাভাবিক গরম চলাকালীন সূর্যের তাপে দিনের বেলায় পানি ট্যাংক গরম হয়ে থাকে, ফলে পানিও থাকে গরম।
এতেকরে, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী কেউই পানির সঠিক ব্যবহার করতে পারেন না।
এমতাবস্থায়, প্রশাসনিক ভবনের বিভিন্ন দপ্তর ঘুরে আলাদা পানির জারের ব্যবস্থা দেখা যায় তবে সংকটে আছে শিক্ষার্থীরা।
এবিষয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নওশীন তন্বী বলেন, গরমের সময়টাতেই আমাদের পানির দরকার বেশি। সেই সময়ে পুরো পানিটাই গরম থাকে যা পান করা অসম্ভব প্রায়। প্রশাসন যদি এখানে ছাদ জাতীয় কিছু করে বিষয়টা সমাধানের চেষ্টা করে তাহলে এতো খরচ করে তৈরি করা পানিগুলোর যথাযথ ফল ভোগ করা সম্ভব হবে।
উক্ত বিষয়টি সমাধানের উপায় জানতে চাইলে, পুরকৌশল বিভাগের শিক্ষক অহনা আরেফিন বলেন, বর্তমানে ছাদ ঢালাইয়ের প্রযুক্তিগত বহু উপায় আছে যার দ্বারা সূর্যের তাপমাত্রা নিয়ন্ত্রণ সম্ভব। এছাড়া, বিশ্বের বহু দেশেই কচুরিপানা/ভেজা পাটের বস্তা দিয়ে পানির পাইপ লাইন এবং ট্যাংক ঢেকে রেখেও সূর্যের তাপপ্রবাহ লাঘব করা হয়।