প্রকাশ: শুক্রবার, ৭ জুন, ২০২৪, ৩:৩৯ পিএম | অনলাইন সংস্করণ
জ্যেষ্ঠ সাংবাদিক ও আমাদের নতুন সময় পত্রিকার এমেরিটাস সম্পাদক নাইমুল ইসলাম খানকে চুক্তিভিত্তিক প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ প্রদান করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক বিনিয়োগ শাখার উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটা আগে ঘটে) সরকারের সচিব মর্যাদায় নাইমুল ইসলাম খানকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এই সময় তিনি ৭৮ হাজার টাকা মাসিক বেতন এবং অন্যান্য সুবিধা পাবেন।
প্রসঙ্গত, নাইমুল ইসলাম খান ১৯৫৮ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। কুমিল্লা জিলা স্কুল থেকে তিনি এসএসসি পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। জ্যেষ্ঠ সাংবাদিক নাইমুল ইসলাম খান সবশেষ দৈনিক আমাদের নতুন সময়ের ইমেরিটাস এডিটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ভোরের পাতা /আরএস