প্রকাশ: রোববার, ২৬ মে, ২০২৪, ১০:৪৮ এএম | অনলাইন সংস্করণ
বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী এনামুল হোসাইনকে (দোয়াত কলম) নির্বাচন কমিশনে (ইসি) তলব করা হয়েছে। তাকে নির্বাচনের মাত্র ২ দিন আগে এই তলবের মাধ্যমে নতুন কারসাজি শুরু করেছে নির্বাচন কমিশন। কেননা, ওইদিন শুনানি শেষে রায় দিতে আরো দুইদিন লেগে যাবে, এরমধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাবে। ফলে এই প্রার্থী পরবর্তীতে যেন আদালতের দারস্থ হতে না পারে, সেটি নিশ্চিত করার জন্যই এমন সময় এনামুলকে নির্বাচন কমিশনে তলব করা হয়েছে বলে মনে করেন পাথরঘাটার সাধারণ ভোটাররা।
উল্লেখ্য, নির্বাচনে অর্থ বিতরণসহ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দোয়াত কলমের ওই প্রার্থীকে ইসিতে তলব করা হয়। গত শুক্রবার (২৪ মে) ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানা গেছে।
চেয়ারম্যান প্রার্থী এনামুল হোসাইনকে ইসিতে সশরীরে আগামী সোমবার (২৭ মে) সকাল সাড়ে ১০টায় উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছে।
নোটিশ সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে আগামী বুধবার (২৯ মে) পাথরঘাটা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এনামুল হোসাইন তার কর্মী-সমর্থকদের অর্থ বিতরণ করে আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে এমন অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বরিশাল আঞ্চলিক অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার বলেন, অভিযোগ প্রমাণিত হলে চেয়ারম্যান প্রার্থী এনামুল হোসাইনকে সতর্কতা বা প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দিতে পারে ইসি।
তবে পাথরঘাটা উপজেলা নির্বাচন কর্মকর্তা (রিটার্নিং অফিসার) দীলিপ কুমার হাওলাদার দোয়াত কলমের প্রার্থী এনামুল হোসাইনকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে সতর্ক করে চিঠি দিয়েছেন, যেন ভবিষ্যতে আচরণবিধি লংঘন না করে।
উল্লেখ্য, দৈনিক ভোরের পাতার লগো ব্যবহার করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও বিষয়টি নিয়ে দৈনিক ভোরের পাতা থেকে এমন কোনো সংবাদ প্রকাশ করা হয়নি।