প্রকাশ: শনিবার, ২৫ মে, ২০২৪, ৫:৪১ পিএম | অনলাইন সংস্করণ
শরীয়তপুরের জাজিরায় ৮ রাউন্ড গুল, একটি ওয়ান শুটার গান ও ৪০ পিস ইয়াবাসহ লিজা আক্তার (২৫) নামের এক নারীকে আটক করেছে জাজিরা থানা পুলিশ।
শনিবার (২৫ মে) ভোর ৩.৪৫ ঘটিকার দিকে জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নের বোয়ালিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত লিজা আক্তার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা আক্কাস ঢালীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ইয়াবা ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে জাজিরা থানার পুলিশ-পরিদর্শক সুজন হকের নেতৃত্বে এসআই হুমায়ুন কবীর ও সঙ্গীয় ফোর্সসহ মূলনা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আক্কাস ঢালীর বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আক্কাস ঢালী কৌশলে পালিয়ে যায়। এসময় আক্কাস ঢালীর বসত ঘর তল্লাসি করে ৪০ পিস ইয়াবা ও একটি সচল দেশীয় তৈরি ওয়ান শুটার গান এবং ৮ রাউন্ড শর্টগানের গুলি সহ আক্কাস ঢালীর স্ত্রী লিজা আক্তারকে আটক করে জাজিরা থানা পুলিশ। তাদের বিরুদ্ধে অস্ত্র মাদক আইনে মামলা হয়েছে।
জাজিরা থানার পুলিশ-পরিদর্শক (তদন্ত) সুজন হক আজকের দর্পণকে বলেন, রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বোয়ালিয়ার আক্কাস ঢালীর বাড়িতে ইয়াবা ক্রয় বিক্রয় হচ্ছে। তখন এস আই হুমায়ুন কবীর ও সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালাই। অভিযানকালে আক্কাস ঢালীর বসত ঘরের চৌকির নিচ থেকে একটি ওয়ান শুটার গান ও ৮ পিস গুলি উদ্ধার করি। এরপর আরও তল্লাসি করে তাদের শয়নকক্ষে থাকা টেবিলের ড্রয়ার থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করি।
এ ব্যাপারে জাজিরা থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, লিজা আক্তার নামের এক নারীকে আমরা দেশীয় অস্ত্র,গুলি ও ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়েছি। আটককৃত নারীর বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।