প্রকাশ: শনিবার, ২৫ মে, ২০২৪, ৩:১২ এএম | অনলাইন সংস্করণ
পিরোজপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাদক সম্রাজ্ঞী মোসাঃ সাদিয়া আফরোজ দোলাকে আটক করেছে পুলিশ এবং র্যাব-০৮ এর একটি টিম। তথ্য প্রযুক্তি ব্যাবহার করে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ আসিকুজ্জামান কলাখালী ইউনিয়নের দেবরকাঠী এলাকা হতে রাত ৮.৩০ এ তাকে গ্রেফতার করে। সাদিয়ার বাড়ী থেকে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। সাদিয়া আফরোজ দোলা পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রয় করে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিত ছিল।
যাবজ্জীবন সাজা প্রাপ্ত মামলা ছাড়াও আসামীর বিরুদ্ধে ৯টি মাদক মামলার সন্ধান পাওয়া গেছে। আরো একাধিক মামলা থাকতে পারে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান।
সাদিয়া ১৫ বছর বয়স হতেই মাদকের সাথে কাজ শুরু করেন। তিনি লেখা পড়ার পাশাপাশি মাদক ব্যাবসায় পুরোপুরি ঝুকে পড়েন। তার শিক্ষাগত যোগ্যতা মাষ্টার্সসহ তিন বছরের নার্সিং ডিপ্লোমাও রয়েছে। কিন্তু অধিক টাকার মোহ তাকে শিক্ষার আলো থেকে অন্ধকার জগতে নিয়ে গেছে। কোন শিক্ষাই তাকে আলোর মূখ দেখাতে পারেনি। অবশেষে আইন শৃংখলা বাহিনীর জালে ধরা পরে কারাগারে অবস্থান করছে সাদিয়া।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, দীর্ঘদিন যাবত সাদিয়া পলাতক ছিল,তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে র্যাব ৮ এর সহায়তায় আমরা গ্রেফতার করতে সক্ষম হই।
একাধিক মামলার প্রশ্নে মোস্তাফিজুর রহমান বলেন, তার বিরুদ্ধে আমরা নয়টি মামলার সন্ধান পেয়েছি আরো থাকতে বলে পারে বলে তিনি ধারণা করছেন।