প্রকাশ: সোমবার, ২০ মে, ২০২৪, ৩:২৭ পিএম | অনলাইন সংস্করণ
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি নিহত হওয়ার ঘটনায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে ইসরায়েল। দেশটির কর্মকর্তাদের বরাতে এ প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
রইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যদের নিহত হওয়ার ঘটনার পরই তৈরি হয়েছে নানা গুঞ্জন। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা নাশকতা কিনা তা নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন। পাল্টাপাল্টি হামলায় দীর্ঘদিনের শত্রু ইসরায়েলের সাথে বর্তমানে ইরানের সম্পর্কের উত্তেজনাও বেড়েছে। এমন পরিস্থিতিতে অনেকে তেল আবিবের দিকে আঙুল তুলছেন। তবে এসব অভিযোগকে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।
নাম প্রকাশ না করে রয়টার্সকে এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, ‘এটি আমার কাজ নয়।’
প্রসঙ্গত, পূর্ব আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় জোলফায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি। এছাড়া এই দুর্ঘটনায় নিহত হয়েছেন, পূর্ব আজারবাইজানে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি মোহাম্মদ আলী আল-ই হাশেম ও প্রেসিডেনশিয়াল গার্ড মাহদী মুসাভি, হেলিকপ্টারের পাইলট, কো-পাইলট এবং ক্রু।
ভোরের পাতা/আরএস