স্বতঃস্ফূর্ত উৎসবমুখর পরিবেশে চীনে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে

- ৬-Jun-২০১৯ ১০:৫৪ অপরাহ্ন
:: ছাইয়েদুল ইসলাম, চীন প্রতিনিধি ::
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় প্রতি বছরের ন্যায় এবারও চীনের চীয়াংশী প্রদেশে স্বতঃস্ফূর্ত ভাবে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
স্থানীয় সময় সকাল ৮:৩০ মিনিটে নান্চাং শহরের হংপোথান নামক স্থানে অবস্থিত মসজিদে ঈদুল ফিতরের ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
উক্ত ঈদ জামাতে স্থানীয় ও চীয়াংশী প্রদেশের বিভিন্ন শহরের চীনা মুসলিম নাগরিক, বাংলাদেশ, ভারত, আলজেরিয়া, ফিলিস্তিনি, আফগানিস্থান, ইয়েমেন, নাইজেরিয়া, তানজানিয়া, বেলজিয়াম, ডেনর্মাক, কাজাকিস্তান, উজবেকিস্তান, মরক্কো, পাকিস্তানসহ বিভিন্ন দেশের মুসলিম প্রবাসীরা শরিক হন।
স্থানীয় বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটির ছাত্র, ব্যবসায়ী, রাজনীতিতে সক্রিয় বাংলাদেশী প্রবাসী উক্ত ঈদ জামাতে শরীক হন।
এদিকে ঈদের জামায়াতে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয় এবং নামাজ শেষে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিরা একে অন্যের সাথে ঈদের শুভেচ্ছো বিনিময় করেন।